নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দামপাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটির পাশে ভ্রাম্যমান টয়লেট চট্টগ্রাম সিটি কর্পোরশন নামক একটি গাড়ি দেখলাম !
.
জগতে এমন অনেক কিছু আমি অনেক পরে দেখি কারণ কেডিএস এক্সেসোরিজে কলিগ সবুজ ভাইকে বললাম ভাই আজকে সেইই একটা জিনিস দেখলাম উনি বললো, মেয়েটা কি সত্যি সেইই ছিলো!!! আমি বললাম আরে ঐ কেস না টয়লেট ! ভ্রাম্যমান টয়লেট ! উনি বললো আরে ধুর ভাই ঢাকায় এমন টয়লেট অহরহ !
.
ভ্রাম্যমান লাইব্রেরীর চেয়ে এই জিনিসটি বেশী দরকার ! কিন্তু গাড়ির উপর এক রসিক লিখে রেখেছে পানি ফ্রি !
.
হয়তো ইমারজেন্সি কেইসে দুই চার বছর পর সহজ ডট কমের মতো কোন ওয়েবসাইটে বুকিং দিলে ভ্রাম্যমান টয়লেট আপনি যেখানে আছেন ওখানে চলে আসবে ৷
.
কিন্তু পবলেম হলো জ্যাম !
.
সুতরাং প্রজেক্ট কেনসেল
.
ভ্রাম্যমান এরোপ্লেন টয়লেট ছাড়া গতি দেখছি না ! ফোন করলে সাঁ সাঁ করে প্লেন আসবে কিন্তু আবারো সমস্যা ভ্রম্যমান টয়লেট প্লেন ল্যান্ডিং করবে কোথায় !
.
সো এই প্রজেক্ট ও ক্যান্সেল !
.
আমি ছোট বেলায় খোলা মাঠে বাথরুম করতে দেখেছি অনেক, এটা নিয়ে একটা কৌতুক বলি,
দাদা : তোরা কি খাস? খাওয়া-দাওয়া করেছি আমরা। হাতি খেয়ে হজম করতে পারতাম।
নাতি : তখন বাথরুম করতে কোথায়?
দাদা: খোলা মাঠে
.
যাকগে সে কথা একবার লং ট্যুরে যাওয়ার সময় আমার সেইই ধরেছে! পাশের বন্ধু বললো কেচকি মেরে বসে থাক! উপায়ন্তর না পেয়ে গুগুল মামাকে জিজ্ঞেস করলাম এই মুহূর্তে আমার কি করণীয়!
.
গুগুল মামা উত্তর দিলো, প্রিয়জনের কথা স্মরণ করুন তাহলে মস্তিষ্ক আপনাকে চাপ কমাতে সাহায্য করবে! সত্যি তোমার কথা স্মরণ করছিলাম সেদিন খুউব করে! তোমাকে ধন্যবাদ......!
.
মূল কথায় আসি জাতির জীবনের এমন ক্রান্তিকাল মুহূর্তে করণীয় বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হবে! আপনি কমেন্টে আপনার চাপ সামলানোর অভিজ্ঞতা শেয়ার করে বক্তা হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ জীবনে এই প্রথম পেয়েছেন ধরে নিন!
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো ++
রম্য হলেও চিন্তার বিষয়।