নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নং গেইটে বরাবরের মতো পরিচিত নরসুন্দরের কাছে চুল সাইজ করি!
.
তার ধারণা সে আমাকে বছরে দুইবার দেখে চুল কাটতে! আমার ধারণা এই তো গত মাসেই তো চুল কাটলাম!
.
শেষ যখন আমি নাকি তার দোকানে চুল কেটেছি তখন তার বাচ্চা দুনিয়ার মুখ দেখেছে আর এখন নাকি আব্বা আব্বা ডাকা ও শুরু করেছে!
.
সময় এতো দ্রুতো চলে যাচ্ছে ভাবা ই যায় না!
.
এই তো সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাস্ট ইয়ারে ছিলাম! সেই সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়েছিলাম! তাকে বললাম সেকেন্ড ইয়ারে উঠলে একটি পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে তোমাকে বিয়ে করবো? ঠিক আছে!
.
এই তো সেদিন কিন্তু এই দিনে এসে দেখি সে ছয় বছরের বাচ্চা নিয়ে নার্সারি স্কুল থেকে আসিতেছে! বললাম, তোমার ছোট ভাই আছে তা তো জানতাম না! বললো এটা ছোট ভাই না তার ছেলে!
.
কি বলো! কখন বিয়ে হলো! কিভাবে হলো! আমাকে তো জানাও নি! যদিও তোমার সাথে আমার এর মধ্যে দেখাও হয়নি তারমধ্যে পৃথিবীর বুকে এতো ঘটনা ঘটে গেছে! কিভাবে সম্ভব! আমি মামা হয়ে গেলাম! ওহ নো!
.
এই তো সেদিন নুরুল কবির স্যার চুলের জুলপি ধরে টেনে টেনে বলেছে আর দুষ্টমি করবি কি না বল! ভাবলে এখনো ব্যথা করে! সেই স্মৃতির বয়স নাকি এখন চৌদ্দ বছর!
.
আবছার স্যারের ইয়া দৈত্যের হাতের থাপ্পড়ের খাওয়ার পর মাথা ঘুরতে ছিলো মনে হয় এখনো ঘুরা শেষ হয়নি তার মধ্যে নাকি পনের বছর চলে গেছে!
.
সোলাইমান স্যারের পাছার উপর কেরাত বেতের বাড়ি খেয়ে গাছে পাছা মালিশের স্মৃতিরও নাকি এক যুগ বয়স!
.
ক্লাশ ফাঁকি দেওয়ার কারণে রাবেয়া ম্যাডাম বাবাকে নালিশ দিয়েছিলো এই তো সেদিন! কিন্তু হঠাৎ দেখলাম ওটা ইতিহাস হয়ে গেছে!
.
দুই নং গেইটের দ্বীপ স্টোরের দুই টাকার গরম সিংগারার স্বাদ তো এখনো মুখে লেগে আছে! শেষ যখন সিংগারা খেয়েছিলাম তখন এরশাদ ক্ষমতা ছেড়েছিলো মে বি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে গ্রিলের উপর উঠে লাফ দিতে গিয়ে হাফ প্যান্ট ফুটো হয়ে গ্রিলের সামনে উফুত হয়ে ঝুলে থাকার স্মৃতিও এই তো সেদিনের! মনে হয় এখনো ঝুলে আছি! সেই সিনিয়র আপুটি আমাকে নামাতে আসছে আমি তাকিয়ে তার আসা দেখতেছি....এরি মধ্যে আঠারো বছর চলে গেছে!
.
এই তো সেদিন তোমাকে ভেবে এলোমেলো লাগতো সবি! এই তো সেদিন......!
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৬
ওমেরা বলেছেন: ওরে বাবা !! এত কিঁছু হয়ে গেল আমি কিঁছুই জানলাম না ভাইয়া !!