নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ মডেল

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫

আমি যখন প্রথম মোবাইল কিনেছি তখন আমার নাম্বারের শেষ সংখ্যার আশে পাশের মানুষগুলোকে প্রতিবেশী মনে করে ফোন করতাম!
.
আহা! তার আমার নাম্বারের মতো অবিকল একটি নাম্বার আছে!
.
আমার নাম্বারের শেষ সংখ্যা ৩৭৫ সুতরাং প্রথম ফোনটি পেতো ৩৭৬ তারপর ৩৭৭ এরপর ৩৭৮ এভাবে চলতে থাকতো!
.
এভাবে ফ্রি পেলে নিয়মিত খোঁজ খবর নেওয়া চলতো! কেউ বলতো, হালার পো হালা তোর ঘরে মা বোন নেই! আমার বউয়ের নাম্বারের ফোন দিছোস ক্যান!
.
কেউ বা বলতো, 'প্লিজ আপনার নাম ঠিকানাটা বলুন!
.
বললাম আবদুর রব শরীফ ৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি! ফোন করেছি সিদ্দিক্কা রে ! আপনি কি মিঃ সিদ্দিক বলছেন? ও সরি বলে তারপর রেখে দিতাম!
.
একজন তো বললো, হায় আল্লাহ! আপনার সাথে আমার কতো মিল! শুধু শেষে ৫ এর জায়গায় ৭ !!! কথা না বাড়িয়ে কেটে দিলাম!
.
কারণ মূল প্রতিবেশী ই খুঁজে পাচ্ছি না!
.
তো একদিন ফোনের ঐ প্রান্ত থেকে ভেসে আসলো সেই কাঙ্খিত ক্ষণ!
.
ইউরেকা বলে লাফিয়ে উঠলাম! আমি পাইলাম! আমি ইহাকে পাইলাম! সে তো মানব না মানবী!
.
আহা কি সুমুধুর সুর! বজ্রপাতের পর এক পশলা বৃষ্টি!
.
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবো না কিছুতেই আর হারাতে হ্যালো শুনতে পাচ্ছ কি?
.
চলছে কথা! কন্ঠের মিষ্টি বন্দনা!
.
ওপাশ থেকে হঠাৎ করে কন্ঠটি অভিমানের সুরে বলে উঠলো,
.
'ভাইয়া মানুষকে এভাবে অপমান করা ঠিক না! আমার কন্ঠটি মেয়েদের মতো এটা কি আমার দোষ! আপনার কন্ঠটি এমন হলে আপনি কি করতেন!'
.
যাক গে সে কথা!
.
প্রকৃতিতে যে যার অবস্থানে সুন্দর! মেয়েদের যেমন মেয়েদের কন্ঠে তেমনি ছেলেদেরও ছেলেদের কন্ঠে!
.
কিন্তু যখন দেখি একটি মেয়ে ছেলেদের মতো ফ্যাশন করে তখন আমার মেয়ে কন্ঠের অধিকারী ছেলেটির কথা মনে পড়ে! সেটা ছিলো প্রকৃতগত! আর এটা আকৃতগত!
.
যাদের উভয় লিঙ্গ আছে তাদের যদি হিজরা বলা হয় যারা উভয় লিঙ্গের ভঙ্গিমা করে তাদের কেনো মডেল বলা হয় আতেল না বলে? প্রশ্নটি রেখে গেলাম!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


ভালো প্রচেস্টা; কিছু লোক আছেন, যারা সব সময় কিছু একটা কারণ বের করতে পারেন।

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: চাঁদগাজী ভাই আপনি কে ভাই?

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার রোগটা এখন সারল কি ভাবে?

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: ভাইরাস জ্বরের মতো দুদিন পর সেরে গেছে

৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

অতঃপর হৃদয় বলেছেন: লুল।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: উভয় লিঙ্গের ভঙ্গিমা কি কেউ ইচ্ছে করে করে? আমি ঠিক জানি না।
তবে আমাদের সমাজে অনেক ছেলে আছে যাদের মাঝে কিছু মেয়েলি ব্যাপার লক্ষ করা যায়।
আবার কিছু মেয়ে আছে যাদের মাঝে কিছু ছেলেদের মত আচরন দেখতে পাওয়া যায়।
আমার নিজের মাঝেই কিছু মেয়েলি ব্যাপার আছে । অনেকে তাই বলে । কেউ বলে আমি নাকি আমার আপুর মত কিছুটা আচরন করি।
আমি নিজেই নিজেকে জাষ্টিফাই করে এক কিছু কারন বের করেছি। ছোট থেকেই আমি আমার আপুর কাছেই মানুষ। আর আমি ছোট থাকতে আপুকে ফলো করতাম। যেমন আপু ফেয়ার এন্ড লাভলি মাখলে আমি তার মত করে লুকিয়ে তা মাখতাম। আমি ছোট থাকতে আপুর মত মেয়েদের জামা গায়ে দিতে চাইতাম। আপুর লিপিস্টিক ঠোটে দিতাম। আরও অনেক কিছু। আসলে প্রকৃতি গত ভাবে অনেক ছেলে মেয়েদের মত আচরন করে আবার অনেকে মেয়ে ছেলেদের মত আচরন করে। তাই বলে তারা হিজড়া হয়ে যাবে?
এখন কি আমাকে আপনি মডেল বলবেন?
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.