নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুমি মুখ লুকিয়ে কার বুকে

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২

ঘন্টায় ঘন্টায় প্রেম মানে প্রতি ঘন্টায় একবার যোগাযোগ হওয়া তা মনে মনে/মোবাইল ফোন/ চ্যাটেও হতে পারে!
.
মিনিটে মিনিটে প্রেম মানে যেখানে যায় তুমি আছো মনের ভিতর!
.
বিশ্বাস করবেন না সেকেন্ডে সেকেন্ডে প্রেমও আছে!
.
তাদের মধ্যকার প্রেমটি ছিলো এমন! তারপর এক বছর সম্পর্কের উপর ঘূর্ণিঝড় চললো, এরপর এক যুগ সাইক্লোন করে করে কখন যে সম্পর্কটি ভেঙ্গে গেলো তা বলার জন্য এই লেখাটি না!
.
আজ অনেক বছর পর তাদের দেখা হলো! ব্যস্ত রাস্তায় মহাকাল থমকে গেছে! পাখিরা নিশ্চুপ! নীলার ইচ্ছে হচ্ছিলো বুক চেপে রাস্তায় বসে পড়তে! চোখ টিকরে জল! লুকানোর জায়গা নেই এই শহরে তা সে আজ বুঝতে পারলো!
.
ঘড়ির কাটা উল্টো ঘুরতে ঘুরতে দশ বছর পিছিয়ে গেলো! ঠিক কি কারণে যেন বিচ্ছেদ হয়েছিলো তা ও মনে নেই আজ!
.
ইচ্ছে করছে সারাজীবন মানুষটার দিকে এভাবে তাকিয়ে যদি জীবন কাটাতে পারতাম তাহলে মন্দ হতো না!
.
ওপাশ থেকে নীলার হাজবেন্ড ডেকে চলছে! রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেনো? ডানে রিক্সা আসতেছে! কন্টাকদারের মুখ থেকে ভেসে আসছে, ওস্তাদ বাঁয়ে চাপেন!
.
ছেলেটি চলে যাচ্ছে ঠিক অক্সিজেনের মোড় দিয়ে যে গলি গেছে তার বা দিক দিয়ে! কারো চলে যাওয়া দেখার মধ্যে এতো আবেগ আছে তা নীলা আজ বুঝেছে!
.
নীলার হাজবেন্ড এসে তার হাত ধরলো! নীলাও তার হাজবেন্ডের হাত ধরলো! নীলকে আর দেখা যাচ্ছে না!
.
দেখা যাবে কি করে! নীল এখন বসে বসে সে ঘটনা নিয়ে গল্প লেখছে!
.
আপনারা হয়তো ভাবছেন নীল ছেলেটা মনে হয় আবদুর রব শরীফ নিজেই! নুনু! এমন হাজারো নীল আমাদের সমাজে আছে! তাদের লাল চোখ!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

কানিজ রিনা বলেছেন: হা হা হা এমন হাজার নীল নীলা রঙ
রঙ পাল্টায় আর পিছন ফিরে চায়।
স্মৃতির লাল নীল হলুদের দিকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.