নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জ্বলছে আগুন

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬

সরকারি দলের শখ হলো বিরোধি দল আগুন জ্বালালে সে আগুন না নিভিয়ে তার পাশে বসে দুই এক্কান সেলফি তুলে ফেসবুকে আপলোড দিবে ! লক্ষ লক্ষ লাইক পাবে ! হাত তালি দিবে ফ্রান্স !
.
কিন্তু সেলফি তুলতে গিয়ে মনে হলো আগুন দূরে থাকায় ঠিক মতো ফোকাস হচ্ছে না সুতরাং সে আরেকটু আগুনের কাছে গেলো ছবি তুলতে ! ওয়াও গ্রেট ! ওপ্পো এফ ওয়ান এস সেলফি এক্সপার্ট ! আই এম অন ফায়ার.....!
.
কিন্তু ততক্ষণে তারা পাছায়ও আগুন লেগে গেছে !
.
যদিও এমন ইচ্ছে সরকারি দলের নতুন না,
.
ইতোপূর্বে গোটা একটা বনে আগুন লাগিয়ে ক্যালিফোর্নিয়ায় এ্যালেন নামক এক ভদ্রলোক হাজার হাজার মানুষকে এলাকা ছাড়া করে একটা সেলফি তুলে ছিল তবে এর শাস্তিও পেয়েছে, ২০ বছর জেল ও ৬০ মিলিওন ডলার জরিমানা!
.
নিজে শরীরে আগুন জ্বালিয়ে সেলফি তুলে মুমূর্ষ হয়েছিলো এক সেলফিবাজ যা ইন্টারনেটে এখনো ভাইরাল !
.
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক আগে একবার পাহাড়ের চিপায় ফাইভ স্টার সিগারেট (যেটা এক টাকায় দুইটা পাওয়া যেতো ) ধরাতে গিয়ে ম্যাচের কাঠি ভুলক্রমে নিচে পড়ে গেলে সেখান থেকে একটি গাছের পাতার গায়ে আগুন লাগে আর সে আগুন দেখে ভালো লাগছিলো খুব কিন্তু একটু পর দেখলাম সেটা ছড়িয়ে যাচ্ছে ! আমি পালিয়ে আসলাম !
.
তিনদিন পরও দেখি সে আগুন পাহাড়ে এখনো জ্বলছে ! ভাগ্যিস আমার ঘরটা পাহাড় থেকে দূরে ছিলো !
.
একদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের এক মেয়ে আমার বন্ধুকে বলেছিলো তার দিকে হাত বাড়ালে সে হাত পুড়ে ছাই হয়ে যাবে ! আসলে ঠিক ! সুন্দরী মেয়েরা আগুনের মতো মনে হয় ভালো হবে গুরু কিন্তু পরের কাহিনীটা কীট পতঙ্গের মতো হয় !
.
তবে আমি কাউকে উপদেশ দেওয়ার জন্য এই লেখাটি লিখিনি !
.
আমি শুধু বাংলা সিনেমার একটি ভিডিও গান শুনে লেখাটি লিখতে বসেছি,
.
"আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিবো তুমি যদি আমারি না হও ! তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া......!"
.
তারপর নায়িকা বলছে,
.
"বিধি তুমি বলে দাও আমি কার ? একটি মনের দুটি দাবীদার !"
.
আমিও একটি মেয়ের রূপের আগুনে জ্বলছি তারপর থেকে টেনশনে আছি ! সেই আগুন তোমার বুকেও ছড়িয়ে যায় না কেনো?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.