নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভাব

৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

এই ইডিয়ট রাস্কেল ওহ সরি রাসেল ভাই ঘরে কি মা বোন নাই! প্রতিদিন এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন কেনো?
.
রোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইটে রাস্কেল ভাই দাঁড়িয়ে থাকে!
.
মেয়ে কোন রকমে ই পাত্তা দিচ্ছেনা
.
তরপর ছেলেটি বললো তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো তবে ছয় মাস পর তোমাকে একটি কথা বলবো
.
মেয়েদের আবার অপেক্ষার তর সয়না সুতরাং ইনিয়ে বিনিয়ে কেনিয়ে বুঝাতে লাগলো এক্ষুণি বলো
.
ছয়মাস পর বলবে বলে ছেলেটি লাপাত্তা হয়ে গেলো!
.
কি সেই কথা ভাবতে ভাবতে মেয়েটি বিছানায় প্রতি রাতে ছটফট করতো ততদিনে ছেলেটি পাশের বাসার সখিনার সাথে ইয়ে হয়ে এক নং গেইটের মোড়ে বসে রোজ বিকেলে চটপটি খাচ্ছে!
.
গল্পটি পাত্তা থেকে লাপাত্তার....!
.
ছয় মাস ফেরিয়ে বছর ঘুরে গেলো সে আর ফিরে আসেনা! রোজ দেয়াল দেখে সে কিন্তু পা ভাঁজ করে হেলান দেওয়া ছেলেটি নেই!
.
ছেলেটির উপর অভিমান হয়! মাঝে মাঝে একবার দুবার রোজ কলেজ যাওয়ার পথে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকালে কি এমন ক্ষতি হয়! হু!
.
হঠাৎ একদিন সে রাস্তার মোড়ে সে ছেলেটিকে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে!
.
মেয়েটি একটু পার্ট নিয়ে বলে, আবারো এখানে দাঁড়িয়ে আছেন? কুত্তার লেজ আসলে বার মাস চুঙ্গার ভিতর রাখলেও সোজা হয়না!
.
মনে মনে বলে, হালার পো রাস্কেল এতোদিন কই ছিলি! কোন মাইয়ার সাথে টাংকি মারতে গেছিলি! ইডিয়ট কোথাকার! বালের লাভ করোস! দুই দুইটা বছর পর আসছোস লুইচ্ছামি করতে! যা ভাগ!
.
ছেলেটি মুখ খুললো বললো, 'তুমি তো শাহরুখ খানের ফ্যান তাইনা? কোনদিন তার সাথে দেখা হলে সে তোমাকে পাত্তা দিবে? দিবে না! কিন্তু আমি তোমাকে পাত্তা দিয়েছি তাই না? আজ থেকে চিরজীবনের জন্য লাপাত্তা হয়ে গেলাম! ও সরি আরেকটি কথা সখিনাকে তো চিনো তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে! তোমার দাওয়াত রইলো!
.
ছেলেটি সারা জীবন জানলো মেয়েটি তাকে পাত্তা দিলো না আর মেয়েটি সারা জীবন ভাবলো যে দেয়ালটি ছেলেটির পিছনে ছিলো তা তাদের মাঝখানে চলে আসলো!
.
মাঝখান দিয়ে ভাবের জয় হলো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.