নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সিইপিজেডের মোড়ে একটি বিসমিল্লাহ খাবার হোটেল আছে সে হোটেলে একটি ভিক্ষুক দম্পতি প্রথম ভাত খেতে এসেছে কিন্তু বুঝতেছে না কি করবে !
.
হাত কোথায় ধৌত করবে তা বসে বসে চিন্তা করছে আমি বললাম পাশের বেসিনে হাত ধৌত করতে হয় ! তারা উঠে হাত ধৌত করতে গেলো ! বুড়ি বুড়ার হাত ধরে সুন্দর করে পরিষ্কার করে দিলো !
.
মনে মনে ভাবলাম বুড়া অন্ধ নাকি ! পরে আবিষ্কার করলাম বুড়ো অন্ধ না এটা ভালবাসা ! হাত পরিষ্কার করে এসে তারা খেতে বসলো !
.
দুইজনে মুরগীর অর্ডার দিলো একজন মরিচ আগিয়ে দিলো আরেকজন দাঁড়িয়ে দুটি গ্লাসে পানি ঢাললো ৷
.
বুড়া বুড়ির প্লেটে মুরগীর মাংস তুলে দিলো আর বুড়ি সেখান থেকে একটু ছিঁড়ে বুড়োকে খাওয়ায় দিলো ৷ আশেপাশের মানুষ তাকিয়ে আছে কে কি ভাবছে সেটা দেখার টাইম নেই তাদের
.
দেদারচ্ছে খাচ্ছে ৷ ফুল প্লেটের পর হাফ প্লেট ভাত বুড়ি অর্ধেক করে বুড়োর প্লেটে দিলো ৷
.
খাওয়া দাওয়া শেষে টিস্যু দেয় তারা তা জানে না সুতরাং বুড়ি কাপড়ের আঁচল বুড়োর দিকে এগিয়ে দিলো তাই হয়তো নির্মলেন্দু গুণ বলেছিলেন 'শুধু তোমাকে একবার ছোঁব, তারপর হব ইতিহাস' যদিও বুড়ো আঁচলে হাত ছোঁয়ার আগে হোটেল বয় টিস্যু এগিয়ে দিলো!
.
কি চমৎকার দৃশ্য ! খাওয়ার মাঝখানে আমি উঠে তাদের একটি ছবি নিলাম ! তরপর খাওয়া শেষে তারা একজন আরেকজনের দিকে মুচকি হাসি দিলো! তাই হয়তো হুমায়ুন আহমেদ বলেছিলেন,'ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি!'
.
মনে মনে ভাবলাম আজ তাদের বিবাহ বার্ষিকী নাকি কে জানে! একটি সম্পর্ক এই বুড়ো বয়সে এতো সুইট হয় কেমনে!
.
জীবনে একটা কিছু শিখলাম ভালবাসার জন্য অঢেল সম্পত্তি লাগে না শুধু দুটি মনের শেয়ারিং কেয়ারিং ই যথেষ্ট !
.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভগ্নহৃদয়' গ্রন্থে একটা গান আছে,
"তোমরা যে বলো দিবস-রজনী ,
'ভালোবাসা' 'ভালোবাসা'---
সখী, ভালোবাসা কারে কয় !"
.
সেখানে আরো একটি লাইন আছে ভালবাসা কি কেবলি যাতনাময় ?
.
অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালাই এই উক্তিটি যে করেছিলো তাকে এখন ধরে চুবানি দিতে ইচ্ছে করছে সত্যি!
.
হূমায়ুন আহমেদ একবার বলেছিলেন, 'ভালবাসাবাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট ৷'
.
এমন একটি মুহূর্ত হয়তো তিনিও জীবদ্দশায় দেখেছিলেন ৷
.
তেমনি করে আমিও দেখেছি! মুহূর্তটি লেখাটির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাক ! ভালবাসা জিন্দাবাদ ও সরি জয় ভালবাসা!
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম
২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪
সঞ্জয় নিপু বলেছেন: ভালবাসার জয় হোক।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: ভালবাসা জিন্দাবাদ
৩| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪
কানিজ রিনা বলেছেন: আরে বুড়ো বুড়ির ছবিটা দিলেওত পারতেন।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:০০
আবদুর রব শরীফ বলেছেন: মোবাইল থেকে দেওয়া যায় ?
৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫
প্রবাসী দেশী বলেছেন: ভালবাসা জিন্দাবাদ ও সরি জয় ভালবাসা!
৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১২
আবদুর রব শরীফ বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭
সিনবাদ জাহাজি বলেছেন:
লিখা এবং শিরোনাম দুইটাই চমৎকার