নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রথম যখন ফেসবুক ব্যবহার করতাম তখন বাংলিশে সকালে উঠে suvo sokal স্ট্যাটাস দিতাম তো আমার বন্ধু বললো তুই এতো ভুল বাল স্ট্যাটাস দেস কেনো ! এটা হবে shuvo sokal !
.
তো বিকেলে দিলাম shuvo bikal ! সে আবারো ইনবক্সে নক দিয়ে বললো তোকে না বলছি স্ট্যাটাস না দিতে? আমি বললাম Shuvo লিখেছি তো এবার সে বললো এটা হবে shuvo bikel !
.
তো রাতে স্ট্যাটাস দিলাম Shuvo howk rathri সে আবারো নক দিয়ে বললো আবারো ভুল লিখছিস ! বললাম shuvo এবং rathri তো তোর কথা মতোই লিখলান আবার কি হলো সে বললো Shuvo hok rathri হবে !
.
তখন স্ট্যাটাস বলতে রোজ ঔষুধের মতো তিনবেলা পাবলিককে Good morning, good afternoon, good night খাওয়ানো ছিলো !
.
তবুও আমরা বাংলিশ লিখে আনন্দ পেতাম !
.
পাঁচ ছয় বছর আগে আমার বন্ধুটি ভুল হবে ভেবে স্ট্যাটাস দিতো না কখনো সে এখনো দেয় না যদি ভুল হয়ে যায় লোকে কি বলবে ! মান সম্মানতো ধূলোই মিশে যাবে !
.
সেদিন পুরনো স্ট্যাটাস পড়তে গিয়ে দেখি লিখেছিলান Ami bal aci bndura? Tomra kemon aco ? 7 like আমি বাল ছিলাম না ভাল ছিলাম সেটা চিন্তার টাইম নাইকা এখন ডিলিট করতে পারলে লজ্জা থেকে বাঁচি !
.
হঠাৎ যখন বাংলা আসলো সবার আগে একটা মেয়েকে ইনবক্স করলাম, আমি তমাকে ভালবাসি ? 'তমা কে ?' বলে মেয়েটি সেই যে ব্লক করলো আজো আনব্লক করেনি !
.
সন্দ্বীপের এক মেয়ে ইনবক্স করে জিজ্ঞেস করেছিলো একবার, hi vayaa kaman ace n ? কামান যে ছিলো আমারও তা সেদিন বুঝতে পারিনি ! শুধু কামান না দুটি বুলেটও ছিলো !
.
সে চলে যাওয়ার পর স্ট্যাটাস দিয়েছিলাম Ai pira ai কিন্তু সে কেনো ফিরেনি আজ বুঝেছি কারণ সে পড়েছে 'আই প্যারা আই !'
.
এসব প্যাচালের মূল কথা,
.
জীবনে ভুল বাল দিয়ে শুরু করতে হয় ! শুরু করাটা ই মূল কথা !
.
আই এম জিপিএ ফাইভ বলা ছেলেটি দেখবেন একদিন আপনাকে ইংলিশ স্পিকিং শিখাচ্ছে !
.
কেডিএস এক্সেসোরিজে বিজনেস সেক্টরে থাকায় জীবনে কিছু সফল ব্যবসায়ী সম্বন্ধে জানার সুযোগ হয়েছে !
.
এক প্রতিষ্ঠিত গার্মেন্টেসের চেয়ারম্যান একবার একটি কথা বলেছিলেন,
'ব্যবসা শুরু করতে হলে ফুটপাত থেকে শুরু করতে হয়ে তারপর অল্প অল্প করে সাবধানে এগিয়ে যেতে হয় ! তোমার একটি কর্পোরেট অফিস থাকবে দুইজন পার্সনাল সেক্রেটারি থাকবে তার সাথে আলিশান চেয়ার ! এয়ারকন্ডিশনড রুম ! যদি এমন ভেবে থাকো কখনো ব্যবসা শিখতে পারবে না ! একদিন টুপ করে ডুবে যাবে !'
.
Apnara baal acen ? ইয়ে মানে বলতে চেয়েছি আপনারা ভালো আছেন ?
২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪২
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা
২| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১
মহিউদ্দিন হায়দার বলেছেন: ভূল দিয়ে শুরু করলেও শুদ্ধ হওয়ার মানসিকতা জরুরী । ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪২
আবদুর রব শরীফ বলেছেন: চমৎকার কমেন্ট
৩| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৭
সঞ্জয় নিপু বলেছেন: maja pailam ( মজা পাইলাম )
২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৩
আবদুর রব শরীফ বলেছেন: ধন্য
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ..............। চমৎকার লেখা।
ভালো থকুন নিরন্তর। ধন্যবাদ।