নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সিরিয়াল

২৭ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩১

জি বাংলায় প্রচারিতো মেগা ধারাবাহিক এই ছেলেটা ভেলভেলেটা, দ্বীপ জ্বেলে যাই, গোয়েন্দা গিন্নি, জড়োয়ার ঝুমকো, আমার দুর্গা, ভুতু, ফুলমনি,সাত পাকে বাঁধা, রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম, কাছে আয় সই, এরাও শত্রু, সুবর্ণলতা, কনকাঞ্জলি, শাশুড়ি জিন্দাবাদ, কেয়া পাতার নৌকা, সতী, রাগে অনুরাগে, রাশি, কোজাগরী, তুমি রবে নীরবে অথবা চোখের বালিসহ সব সিরিয়ালের কাহিনী মোটামুটি একই রকম যেমন ধরেনঃ
.
আবদুর রব শরীফ ভাইকে পছন্দ করেন আপনি কিন্তু ভাই পছন্দ করে আপনার বোনকে বোন পছন্দ করে আমাকেও আপনাকেও..... এভাবে করে একশ পর্বে গিয়ে দেখা গেলো সত্যি সত্যি আপনাদের দুই বোন থেকে একজন মারা গেলেন ! অথবা সে অভিনয় ছেড়ে দিয়েছে অথবা অন্য কোন কারণ তারপর পরিচালক কোন উপায় না পেয়ে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে !
.
একদিন দেখা গেলো আপনিও নাই তারপর বাধ্য হয়ে সিরিয়াল শেষ করে পরিচালকের নাতী নতুন সিরিয়ালের প্রজেক্ট হাতে নিয়েছে !
.
সিরিয়াল মানে কি ? একজনের পর একজন তারপর আরো একজন এরপরে আরো একজন এমন একটি বিষয় যে সিরিয়াল শেষ না হওয়ার কারণে অনেকের বয়স পেরিয়ে গেলেও বিয়ে করতে পারছেন না !
.
আমি এখানে শুধু জি বাংলার কথা বলছি কারণ,
.
আমি সমাজ বিজ্ঞান ফ্যাকাল্টির অর্থনীতি বিভাগের ছাত্র,
.
The Chittagong University Journal of Social Sciences Vol. 29,2011 (P. 285-302) জার্নালের একটি গবেষণায় দেখা গেছে শতকরা নব্বই শতাংশ নারী জি বাংলা ভারতীয় চ্যানেলটি বেশী দেখে
.
যদিও গবেষণাটি করা হয়েছিলো চট্টগ্রামের উপর ভিত্তি করে তবুও এটিকে আমি পুরো দেশের আয়না হিসেবে ধরে নিচ্ছি !
.
কিন্তু কেনো নারীরা সিরিয়ালের প্রতি আসক্ত হয় ? সোজা কথা একটাই তাদের ধৈর্য বেশী ! একশ পর্ব সিরিয়াল দেখার জন্য যে মানসিকতা এবং ধৈর্য দরকার তা কেবলি মেয়েদের ই আছে !
.
ছেলেরাতো দশ মিনিট সিরিয়াল দেখলে আউট হয়ে যায় ! টিভি রুম থেকে আউটের কথা বলছিলাম !
.
এতো ধৈর্য ধরতে পারবো না যতটুকু ধৈর্য ধরলে তুমি অন্যের বউ হয়ে যাবে ! তাই এক্ষুণি বলছি তোমাকে ভালবাসি ! একটু সিরিয়াল দিবে লাইনে দাঁড়াবো বলে ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সারাদিনের কাজ আর সংসার সামলানোর পর তারা চায় কল্পনার জগতে হারিয়ে যেতে। তাই দিনের পর দিন দেখতে থাকে সিরিয়াল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.