নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একটি হারানো বিজ্ঞপ্তি

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৭

আমি গার্লস স্কুল আর গার্লস কলেজেই পড়েছি কিনা তাই ছেলেদের উপর ক্রাশ খাওয়ার সুযোগ পাইনি
.
যখন ন্যাশনাল এ ভর্তি হলাম তখন বাবা মা ক্রাশ যেন না খাইতে হয় সেই ব্যবস্থা করে দিলেন বিয়ে দিয়ে
.
আমি জানি, একবার ক্রাশ খাইয়া তারে আজো ভুলিতে পারিনি
.
মাঝে মাঝেই ভাবি রেডিওমুন্নাতে তাকে চাইয়া বিজ্ঞাপন দিবো
.
আমি যখন ক্রাশ খাই তখন নবম শ্রেণী তে পড়ি
.
যার উপর ক্রাশ খাই সে পড়ত দশমম শ্রেণীতে
.
আমি সারাক্ষণ তার দিকে চেয়ে থাকতাম
.
তাকে দেখার জন্য জানালার কাছে বসতাম
.
কারন ক্লাসের জানালা দিয়ে তাকে দেখা যেতো
.
এতো সুন্দর মানুষ আমি আমার জীবনে সামনাসামনি দেখিনি
.
আমার চাহনি তার কাছে বেশী দিন লুকিয়ে থাকলো না
.
একদিন বান্ধবী নিয়ে বসে আছি সে এসে আমার সামনে দাঁড়ালো
.
আমার বুক এতো কাঁপছিল যে বলে বুঝাতে পারবোনা
.
সে এসে বললো
এই মেয়ে দাড়াও
আমি বাধ্য মেয়ের মতো দাঁড়ালাম
.
আমার দিকে কটাক্ষ দৃষ্টি হেনে বলল, তুমি প্রতিদিন ক্লাস বাদ দিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন?
.
আমি জবাব দেই ভালো লাগে তাই
.
সে বলে তুমি কি জানো আমার ভীষণ লজ্জা করে
.
আমি বললাম লজ্জা কেন করে
.
সে বলল, একটি মেয়ে আরেকটি মেয়ের দিকে এভাবে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকলে লজ্জা তো করবেই !!
.
মেয়েটি আসলেই অনিন্দ্য সুন্দরি ছিলো
.
আমাদের ফরিদপুর এর এসপির মেয়ে ছিলো
.
কিন্তু হুট করেই একদিন হারিয়ে গেলো
.
আমি সেদিন স্কুলে যাইনি
.
ও এসেছিলো আমার খোজে
.
বিদায় নিতে
.
ওর বাবা ঢাকা গিয়ে নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করেছিলো
.
ওরা তখন ফরিদপুর ছিলো
.
খবর পেয়েই আমার খোজে ছুটে এসেছিলো
.
তখন যদি এই ফেসবুকের দুনিয়া হতো তবে হয়তো তাকে হারাতে হতো না
.
তবে এখনো খুঁজি তাকে
.
তার নাম তন্বী
.
জানি না সত্য ঘটনার এই কাহিনীটি তন্বীর চোখে পরবে কি না ! তবে কিছু গল্প এমনি হয় !

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

নীল-দর্পণ বলেছেন: খুজে পান একদিন সেই দোয়া রইল।

আমার একজন বান্ধবী এবং একজন বন্ধু আছে যাদের দেখতে খুব ইচ্ছে করে। কিন্তু উপায় নাই! হারিয়ে গেছে তারা, এত বড় পৃথিবী, কোথায় পাবো!

২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আমারও একজন বন্ধু হয়েছে ফেসবুকে কিন্তু হারিয়ে গেলো আর খুঁজে পাচ্ছি না

৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটু অনুভূতিহহীন হয়ে পড়লো না?
যাই হোক,আপনি আপনার আগের ক্রাশ খুঁজে পান।

বিঃদ্র:খুঁজে পেলে ট্রীট দিতে ভুলবেন না। :p

৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৯

কাছের-মানুষ বলেছেন: কত আগের কাহিনি এটা !!
মন থেকে চাইলে অবশ্যই দেখা হবে আবার ! দুনিয়াটা গোল দেখা হবে জীবনের যে কোন এক পয়েন্টে !!!

৫| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৫:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন আর পুরোনো বন্ধুদের নিয়ে ভাবি না। কারণ, যারা প্রকৃত বন্ধু(স্কুল, কলেজ, ভার্সিটি, বিয়ে পর্যন্ত) তাদের সাথেও ইদানিং ফেসবুক ছাড়া আর দেখা সাক্ষাৎ হয় না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.