নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পিছুটান

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

চট্টগ্রাম সিইপিজেডের ভিতর মাল আনলোড করে গাড়ির ছায়ায় বসে তারা আড্ডা দিচ্ছে ! অদ্ভুত সাধারণ মানুষগুলো আর এতো দরদ নিয়ে কেউ আবুল বিড়িতে এমন টান দেয়না !
.
ওরা এগারো জন ৷ কেউ গামছা কাঁধে নিয়েছে ! কেউ গামছা হাতে নিয়েছে ! কেউ গামছা মাথায় বেঁধেছে ! কেউ গামছা গলায় ঝুলিয়ে রেখেছে আর একজন মনে হচ্ছে লুঙ্গির বদলে গামছা পড়েছে !
.
সেখানে একজন গল্প বলছে আর বাকীরা শুনছে ! এতো আবেগ কৌতূহল নিয়ে কেউ কারো গল্প শুনে না !
.
ইউনিভোগ গার্মেন্টেসের মার্চেন্ডাইজিং ম্যানেজার রাজীব দা'র সাথে আমার মিটিং আছে আমি সিএনজির জন্য দশ মিনিট দাঁড়িয়ে তার গল্প বলা দেখছি !
.
পৃথিবীর সেরা গল্প কথক তার আসরে গল্প বলে যাচ্ছে........!
.
মিটিং শেষে ফিরে এসে দেখি লোকটি গল্প বলে যাচ্ছে সবাই শুনছে !
.
প্রত্যেক বন্ধু সার্কেলে এমনি একজন থাকে সে গল্প বলে যায় আর সবাই শুনে যায় ! এমন একজন থাকে সবাই আড্ডাস্থলে আসলেও সে একদিন না এলে আড্ডা ই দেওয়া হয়না !
.
কি রে আজ দিয়াজ আসেনি ! মনের অগোচরে সবাই অদ্ভুত দিয়াজ হীনতায় ভুগে ! একদিন দুদিন করে দিয়াজ আর আসেনা !
.
সে প্রাইভেট চাকরিতে ঢুকেছে ৷ সকাল বিকাল বসের সামনে উফুত হয়ে দাঁড়িয়ে থাকে ! কম্পিউটারের কট কট শব্দে সে কোন এক চেয়ার টেবিলে আটকা পড়ে গেছে !
.
দিয়াজ আসে না বলে এক এক করে একদিন আর কেউ আসে না ! প্রাণহীন হয়ে পড়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মামুর দোকান আর এক কাপ চা কিছু সবজি রোল !
.
ইদানিং অফিস ফাঁকে আগ্রাবাদ কফি হাউজে এক কাপ কফি আর একটি বেনসন জ্বালিয়ে মিঃ দিয়াজ পথের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে.....!
.
হেডফোনে চলতে থাকে, বন্ধু তোদের মিস করছি ভীষণ !
.
বন্ধুরা দেখা হলেই বলে তুই বড্ড স্বার্থপর হয়ে গেছিস ! ভালো চাকরি করিস ! আমাদের কি আর সময় দেওয়ার টাইম আছে !
.
একদিন সে সবাই কে ডেকে গল্প বলবে বলে, অদ্ভুত পিছুটানের গল্প ! নোনা গল্প !
.
এখন রং চায়ের বদলে সবাই কফি আর বার্গার খাচ্ছে ! বিল দিয়ে দিয়াজ বেরিয়ে যায় ! রাস্তার বা দিকে সোজা হেটে বাসায় যাচ্ছে ! এক কাপ রং চা আর সবজি রোলের আড্ডাগুলো তাকে নস্টালজিক করে তুলছে! কফি হাউজের ভীড়ে রং চায়ের আড্ডাগুলো হারিয়ে গেছে ! হারিয়ে যায় !
.
জীবনের পিছুটান করে দেয় ব্যবধান তাতে কি বন্ধু ? আবার গাইবো গান.....!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

আবিদা সিদ্দিকী বলেছেন: বলার ভঙ্গিটা ভালো। লেখকের বন্ধু গল্প ভালো বলতে পারেন আর লেখক লিখতে পারেন। মনটা বড্ড স্মৃতিকাতর হয়ে পড়লো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকবার গিয়েছি। ওখানকার ঢাকা হোটেলে (নামটা ঠিক আছে কিনা কে জানে...১৯৯৬ সালের কথা) খাওয়া টেংরা মাছের তরকারির স্বাদ অাজও মনে আছে।

২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবনটা খুবই কঠিন। ক্যারিয়ার আর সংসারের কারণে একে একে সব বন্ধুর সাথে দূরত্ব হয়ে যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.