নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমরা দুই ভাই সুমন এবং শরীফ ৷ তখন আমাদের শোভাকলোণীতে দুই একটা টিভি ছিলো তখন বাংলাদেশের খেলা নিয়ে আমরা আরো বেশী সিরিয়াস ছিলাম !
.
আমাদের লজিং স্যার ছিলো,
.
রাতে খেলা দেখার জন্য সুমনকে পাঠাতাম ! সে পস্রাব করার নাম করে হুমায়ুনদের বাসা থেকে এক ওভার দেখে এসে স্কোর রান রেট আস্তে আস্তে কৌশলে বলতো !
.
তারপর আমার পস্রাব ধরতো আমি গিয়ে দেখি দশ ওভার শেষ এবং কি দেখে এসেছি তার ধারাভাষ্য কাগজে লিখে তাকে দিতাম !
.
স্যার ও কিছুক্ষণ পর পর বের হয়ে বন্ধু প্রতীম বড় ভাইয়ের বাসা থেকে স্কোর দেখে আসতো
.
খেলা শেষ পর্যায়ে স্যারকে বলতাম স্যার বাথরুমে যাবো ! অথচ গিয়ে খেলা দেখছি তারপর একটু পর দেখি সুমনও চলে আসছে খেলা দেখতে ! বললাম স্যার কই ? বললো, স্যারও বের হয়েছে ঘুরতে সেই সুযোগে সুমনও খেলা দেখার জন্য দৌড় !
.
স্বপ্ন ছিলো একদিন বড় হবো আরামছে বসে বাংলাদেশের খেলা দেখবো ! আকরাম খান আরো বেশী ছক্কা মারা শিখবে আমার ও পেট বাড়বে আর পেটের উপর হাত বুলিয়ে আরামছে ছক্কা উপভোগ করবো ! একটা মানুষ এতো স্মার্ট আর কিউট কেমনে!
.
সত্যি আমি বড় হয়েছি কিন্তু সেই আকরাম, রফিক, দুর্জয়, বাশার নেই ! তাদের ব্যর্থতার স্বপ্নগুলোকে বুকে ধারণ করে একদিন পৃথিবীর পাছায় থাপ্পড় মেরে বিশ্ব সেরা অলরাউন্ডার হয়ে উঠলো সাকিব আল হাসান !
.
সাকিব যা করুক না কেনো ব্যক্তিগত জীবনে কিন্তু তাকে গালি দেওয়ার অধিকার আমাদের নেই ! সাকিব, তামিম, মুশফিক, মাশরফির হাত ধরে নাতী মোস্তাফিজসহ অনেকে আজ আমাদের আবেগের পতাকাটি ক্রিকেট মাঠে অনন্য উচ্চতায় গেঁথে দিয়েছে ! আমরাও পারি ! বাংলাদেশ পারে !
.
সেদিন কি ভাবতে পেরেছিলাম লাঠির মতো লিকলিকে কালো একটি ছেলে মোস্তাফিজ পুরো ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিবে একদিন !!
.
দিনের পর দিন খেলা শেষে মন খারাপ হতো ! ওভার প্রতি বিশ রান লাগলেও মনে হতো আজকে জিতবোই ! ক্রিজে রফিক ভাই আছে এখনো কিন্তু একটু পর রফিক ভাইয়ের প্যাভিলিয়নে ফিরে আসা দেখা যেনো বুকের ভিতর শূল বিঁধার মতো অনুভূতি !
.
তারপর চোখ জলে টলমল করছে ! মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ছে ! চৌধুরী জাফর উল্লাহ শরাফত আবেগে বলে ফেলেছে,
'মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত
আকাশ, মাঠ চলে গেল বলের বাইরে।
দুঃখিত দর্শকমন্ডলি, আমি একটু
আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম,
বল চলে গেল সীমানার বাইরে।'
.
মাঠে ছিলো ওরা এগারো জন আর বাহিরে ছিলাম আমরা পুরো দেশ তার সাথে আরো একজন আমাদের হয়ে খেলতো সে চৌধুরী জাফর উল্লাহ শরীফ..ত ও সরি শরাফত !
১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: কেনো ?
২| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চৌধুরী জাফর উল্লাহ শরাফত
অদ্ভুত চিড়িয়া।
১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: ভালবাসার এক অনন্য নাম !
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯
শেয়াল বলেছেন: এত আবেগ ভালানা