নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লিংক হপে ?

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯

আমাকে যদি বলা হয় আপনার সবচেয়ে পছন্দের বাংলা গান কোনটি আমি চোখ বন্ধ করে বলে দিবো ঐ যে ঐ গানটা কি যেন নাম.......!
.
এক ঘন্টা ধরে ভাবছি আমার সবচেয়ে পছন্দের প্রিয় সং প্রিয় রং আসলে কোনটি !
.
এক মেয়ে বলেছিলো ছেলেদের মেরুন রংয়ের শার্টে সিগ্ধ লাগে সে থেকে মেরুন রং পছন্দ আবার আরেক মেয়ে বলেছে সাদা শার্টে শূভ্র লাগে সেদিন থেকে সাদা পছন্দ ! কে যেনো বলেছিলো তোমাকে কালো টি শার্ট ভালো মানাবে তারপর থেকে তো তিন বছর কালোই পড়েছি কিন্তু একটি কালো মেয়ে ও সামনে এসে বলেনি ভাইয়া আপনাকে হেব্বি লাগছে !
.
কালার নিয়ে আমার যেখানে এতো দ্বিধা আছে সেখানে এক বন্ধু কালার চুজ করার জন্য কোলে করে আমাকে নিয়ে যায় ! তেমনি অনেকে ছবি দেখিয়ে বলে কোনটি প্রোফাইলে দিবো ! আমি মোবাইল কিনতে গিয়ে এক বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলাম কোন কালার নিবো ! এমনি হয় ব্যাপারগুলো.....!
.
আমার নাহিদা আন্টি সন্দ্বীপ থেকে চট্টগ্রাম বেড়াতে এসেছিলো তো আন্টি একদিন কালো ড্রেস পড়ে বেশ কিছুক্ষণ আয়নায় তাকিয়েছিলো এবং কামিজটি তাকে মানিয়েছিলোও বেশ বলবো না বরং বেস্ট ! কিন্তু আমি তাকে উল্টো বললাম এতো অসুন্দর আর তাকে কোন পোশাকে লাগেনি তারপর থেকে সে ঐ ড্রেসটি আর কখনো পড়েনি ! কসম সেটি আমার সামনে ছিঁড়ে ফেলেছিলো তো পড়বে কেমনে !
.
সেই গেটআপ নিয়ে বড়দিঘীর পাড় বন্ধু বেলালের বড় ভাইয়ের বিয়েতে যাচ্ছি নিজেকে টাইটানিকের নায়ক ডি ক্যাপরিও ক্যাপরিও মনে হচ্ছে ! পথে দেখা হলো এক বন্ধুর সাথে সে বললো এটা কি পড়ছস ! এক সুঁইয়ে বেলুন চুপসে ত্যানিয়ে গেলো আর এখন নিজেকে ফকির ফকির মনে হচ্ছে !
.
আসলে প্রশংসা শুনতে কেউ ভালোবাসুক আর না বাসুক বউরা তা খুব ভালবাসে,

তাই বিয়ের পর বেডরুমে পত্রটি পাথরের উপর খোদাই করে লিখে রাখলে ভালো উপকার পাবেন, 'জান জানো তোমাকে অনেক গর্জিয়াস লাগছে আর তুমিই আমার জীবনের প্রথম নারী বড় কথা কি জানো বিয়ের পর বিছানায়ও তুমি অতুলনীয় আশা করি তুমি খুব ভালো মা হবে এভাবে কি তুমি আমার সঙ্গে পুরো জীবনটা কাটাবে? বিশ্বাস করো বউ হলেও তুমিই আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং তোমাকে পেয়ে নিজেকে আমি ভাগ্যবান মনে করছি ! তুমি জানো আমি কী ভাবছি ? ভাবছি কেনো আমি তোমাকে এতো ভালবাসি !!'
.
তবুও মনের মধ্যে খুঁতখুঁত থেকে যাবে প্রতিদিন পত্রটির দিকে আঙ্গুল দেখিয়ে বলবে, কথাগুলো কি সত্যি ? বলবেন, 'সত্যি সত্যি সত্যি !' 'তিন সত্যি !'
.
তারপর একদিন দেখবেন বউ ফুল ভলিওমে শুনছে, 'যদি কাগজে লিখো নাম কাগজ ছিড়ে যাবে । পাথরে লিখো না পাথর ক্ষয়ে যাবে । হ্নদয় এ লিখো নাম সে নাম রয়ে যাবে ।'
.
আর আপনি শুনবেন,''এই হৃদয় ছিড়ে যদি দেখানো যেতো, আমি যে কে তোমার সে কথা কি তুমি মানতে ?"
.
প্রিয় রং প্রিয় সং'য়ের মতো প্রিয় মানুষ ভালবাসে কি না সে টা ও একটি রহস্য ! মন বারবার জানতে চাই সে কি সত্যি ভালবাসে ! তবুও আমাদের একটি প্রিয় রং প্রিয় সং থাকে....!
.
আপনার সবচেয়ে প্রিয় সং'টির(Song) ডাউনলোড লিংক কমেন্ট করেন আজ WiFi জোনে আছি ! লিংক হপে ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

অপ্‌সরা বলেছেন: হপে.....:)

সবচেয়ে প্রিয় গান

১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬

অপ্‌সরা বলেছেন: দুই নাম্বার প্রিয়

৩| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

অপ্‌সরা বলেছেন: তিন নাম্বার প্রিয়

৪| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: মজাদার লেখা :D
আমার প্রিয় গান হল....ওই যে আছে না একটা?... প্রথম লাইনটা যেনো কি?.... আরে হ্যাঁঁ হ্যাঁ... ওইটাই ;)

৫| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা প্রিয় গান নির্বাচন করা খুব কষ্টসাধ্য ব্যাপার। দিনের বিভিন্ন ভাগে বিভিন্ন প্রিয় গান মনের ভিতর মূর্ছনা তোলে।

আপনি যদি কোক স্টুডিয়ো ও গান বাংলার গান না শুনে থাকেন, তাহলে ওখানে একবার ঢুঁ মারেন, একেবারে গানের গভীরে হারিয়ে যাবেন।

এই সকালে ভালো লাগা কয়েকটি গান এরকমঃ

তুমি রবে নীরবে

মনে কী দ্বিধা রেখে

আমার আপনার চেয়ে

আমি হৃদমাঝারে রাখবো - দোহার

মিলন হবে কতদিনে - Coke Studio

সুন্দরী কমলা - Coke studio

এখন তো সময় ভালোবাসার

কাছে আসার গল্প

ঐ রূপ তোমার ঝলক মারিয়া - আদি ভার্সন




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.