নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ সুইসাইড

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

প্রথমবার সুইসাইড করতে গিয়ে ফিরে আসার পর মেয়েটি ছেলেটিকে বললো কি ব্যাপার সুইসাইড করতে গিয়ে ফিরে আসলে যে আবার ? 'সুইসাইড করতে যাবো এমন সময় মনে হলো ফেসবুক ওয়ালটা অনলি মি করা তাই পাবলিক করতে আসলাম !'
.
দ্বিতীয়বার সুইসাইড করতে গিয়ে ফিরে আসার পর মেয়েটি বললো জানতাম ! তোমার মতো কাপুরুষের দ্বারা মশা মারাও সম্ভব না ! আবার সুইসাইড ! 'ইয়ে মানে একটি সুইসাইড নোট লিখে স্ট্যাটাস দিতে ভুলে গেছিলাম ! লিখে এক্ষুণি যাবো !'
.
তৃতীয়বার সুইসাইড করতে গিয়ে ফিরে আসার পর মেয়েটি আবারো জিজ্ঞেস করলো কি রে বাপ এখনো সুইসাইড করোনি ! তবে কেনো ? 'সুইসাইড করতে যাবো এমন সময় মনে হলো সুইসাইড স্ট্যাটাসটি একটু চেক করে আসি ৷ কয়টা লাইক পড়ছে একটু দেখে আসি তারপর....!'
.
চতুর্থবার সুইসাইড করতে গিয়ে সে আবারো ফিরে আসলো ! মেয়েটি এবার তিক্ত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো আমি জানতাম তুমি পারবে না ! 'আসলে ঐ স্ট্যাটাসে এক হাজার লাইক না আসলে সুইসাইড করবো না !'
.
স্ট্যাটাসে এক হাজার লাইক আসলো
.
ছেলেটি আবারো সুইসাইড করতে যাবে এমন সময় মেয়েটি ডাক দিলো ! ছেলেটি মনে করেছে মেয়েটি হয়তো তাকে বাঁধা দিয়ে বলবে মাই সুইট জান তুমি মরে গেলে আমার কি হপে চান্দু এমন কিছু একটা ! তাই এক লাফ দিয়ে চেয়ার থেকে নেমে দৌড়ে মেয়েটির কাছে গেলো ! মেয়েটি বললো, 'সুইসাইড নোটে আমার নাম নেই কেনো ! আমারও সেলেব্রেটি হওয়ার শখ আছে তুমি মরে যাওয়ার পর...!'
.
ছেলেটি মেয়েটির নাম যোগ করে আরেকটা স্ট্যাটাস দিয়ে ফাইনালি আত্মহত্যা করতে গেলো !
.
কিছুক্ষণ পর আবার ফিরে আসলো ছেলেটি ! মেয়েটি বললো তুমি এবারও পারলে না ! আমি জানতাম এমন লেডিস মার্কা ছেলের দ্বারা প্রেম তো দূরের কথা কোন কিছুই সম্ভব না !
.
অপমানে ছেলেটি আবার আত্মহত্যা করতে গেলো কিন্তু না এবারও ফেরত আসলো ! মেয়েটি নির্বাক !
.
ছেলেটি এবার বললো, 'এতোবার আত্মহত্যা করতে যাওয়া দেখার পর যে মেয়েটি একবারও বারণ করলো না খাইলাম না তার ভালবাসা ! তারপর মেয়েটির পাছায় একটি লাথি দিয়া চলে আসলো !'
.
এরপর ছেলেটিকে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং গেইট মামুর দোকানে বইস্সা বিন্দাস বেনসন টানছে !

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

রক্তিম ভালবাসা বলেছেন: ধন্যবাদ লেখকঃ কিন্তু ছেলেটা কি আপনি ছিলেন , বললে খুশি হবো

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৯

আবদুর রব শরীফ বলেছেন: হাহা আরে না :P

২| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭

হাতুড়ে লেখক বলেছেন: ফিনিশিংটা ভাল লাগে নাই। B-)

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৯

আবদুর রব শরীফ বলেছেন: কেনো ?

৩| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: আরো ভাল হতে পারত।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৩

ধ্রুবক আলো বলেছেন: সবার মাথায় সুইসাইড টা একটা ছেলে খেলা হয়ে গেছে এটা কে ভিত্তি করে এখন কিছু সংখ্যক তার ছেড়া পোলাপাইন সেলেব হইতে চায়।
লেখাটা কিন্তু খুব ভালো লিখেছেন

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৬

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক

৫| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৯

সুমন কর বলেছেন: ভালো লাগেনি।

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৭

আবদুর রব শরীফ বলেছেন: আরো ভালো করার চেষ্টা করছি

৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কাছে ফিনিশিংটা দারুণ লেগেছে। নো সুইসাইড - এটাই হোক স্লোগান।

শুভেচ্ছা।

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৭| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

মানবী বলেছেন: সুইসাইড নিয়ে রম্য করা যায়না।
এটা ভয়াবহ সামাজিক সমস্যা, রম্য বা কৌতুক দিয়ে একে হাল্কা করার প্রয়াস সমর্থন করিনা!


অতীতে আপনার অনেক পোস্টে পজিটিভ মন্তব্য করেছি বলে মনে হয়, তাই কিছুটা নেতিবাচক মন্তব্যটি করতে দ্বিধা করলামনা। আশা করি কিছু মনে করবেননা।

ভালো থাকুন।

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.