নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনুরম্যঃ চুল

১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯

ইদানিং সবাই আমার সাথে দেখা হলে বলে শরীফ ভাই আপনার চুল পেকেছে ! ভাগ্যিস দুই একজন ভারতীয় বন্ধু আছে যারা আমাকে সরাসরি দেখেনি, দেখলে বলতো, শরীফ ভাই আপনার বাল পেকেছে !
.
মেয়েটি কথা কথায় হিন্দী বলতো তো তাকে ভালবাসে এমন একজনকে আরেকজন উপদেশ দিলো যা বলবি হিন্দীতে বলবি ! আর জানোস তো মেয়েদের পটানোর জন্য প্রশংসার বিকল্প নেই ! মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এতো সুন্দর যে তুই কখনো আগে দেখসনি এমন ভাব নিয়ে প্রশংসা করবি !
.
ছেলেটি শুরু করলো, তোমার বাল খুব চুরুৎ হোগা য়া উহু সুন্দর হোগায়া !
.
তারপর ছেলেটির কপালে কি জুটেছিলো তা বলে লাভ নেই !
.
নাটোরের বনলতা সেন যদি এই যুগের সুন্দরী সিরিয়াল খোর মহিলা হতেন তাহলে জীবনান্দের কবিতার উত্তরে বলতেন, আসলেই ঠিক বলেছেন কবি, বাল আমার কবেকার অন্ধকার বিদিশার নিশা !
.
মেয়েটি বলেছিলো বালকের যদি সন্ধী বিচ্ছেদ করা হয় তাহলে হবে বাল+অক= বালক এমন !
.
মানুষ রক্ত মাংসে গড়া একই প্রাণী তবে ধনীর ঘরে জন্মাইলে চুল আর গরীবের ঘরে জন্মাইলে সমাজ তাকে বাল বলে !
.
সমাজের উপরওয়ালা আর নীচওয়ালাদের পার্থক্য এখানেই ! জায়গা পরিবর্তন হলেই নাম দামের পরিবর্তন হয়ে যায় !
.
মানুষের বাহিরের রূপ আর ভিতরের রূপও এমনি ! চুল পাকিলে সবাই দেখে কিন্তু বাল পাকিলে কেউ দেখে না বলেও না ! তা নিয়ে টেনশনও করে না !
.
পরিশেষে বলবো এটি একটি বালের গল্প !

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪০

নাদিম আহসান তুহিন বলেছেন: ওয়াও অসাধারণ বা* পাকনা লিখনী।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: শেষের কথাটাই তো সঠিক বলে মনে হচ্ছে! :)

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০০

আবদুর রব শরীফ বলেছেন: :P

৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৩

আরণ্যক রাখাল বলেছেন: সমাজের উপরওয়ালা আর নীচওয়ালাদের পার্থক্য এখানেই ! জায়গা পরিবর্তন হলেই নাম দামের পরিবর্তন হয়ে যায় !
হা হা। মজা পাইছি

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

আবদুর রব শরীফ বলেছেন: পার্থক্য এখানেই !

৪| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৭

রাফি মাহমুদ বলেছেন: রম্য ভালো লেগেছে

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯

আখেনাটেন বলেছেন: :`> :`> ভালো লিখেছেন। তবে ভাইজান, একদিনে ঘন ঘন পোষ্ট প্রসব স্বাস্থ্যহানির কারণ হতে পারে। :-P

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

আবদুর রব শরীফ বলেছেন: শক্রবার হাতে কাজ নেই তাই !

৬| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

জাহিদ অনিক বলেছেন: ১ ও ২ নং মন্তব্যের পরে আর বলার কিছুই থাকে না ।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্য

৭| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.