নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে গালির দাম আড়াই লক্ষ টাকা !

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মাঝে মাঝে আমি নেতাদের মতো হাত নাড়ায় তবে তার সামনে কোন সমাবেশ থাকে না বরং কিছু বাস অথবা সিএনজি আমাকে দেখে থেমে যায় তাদের নেতাকে খুঁজে পেয়ে !
.
আজও বীরদর্পে হাত নাড়ালাম কোন বাস থামলো না কোন উপায় না পেয়ে রিক্সায় উঠলাম ! সিইপিজেড ফ্রিফোর্ট থেকে বায়জিদ দীর্ঘ দেড় ঘন্টার পথ এক রিক্সা চালকের সাথে গল্প করে করে গেলাম !
.
বেচারা আগে ওমান ছিলো ৷ আড়াই লক্ষ টাকা খরচ করে ওমান গিয়েছিলো ৷ ওখানে তারা তিন বাংলাদেশী একসাথে থাকতো একজন ফটিকছড়ি আরেকজন নোয়াখালির অন্যজন রিক্সাচালক মফিজ !
.
তিনজন একই মালিকের কাজ করতো ! মফিজের কাজ ছিলো মালিকের ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে জুস বনিয়ে খাওয়ানো এবং ওদের দেখবাল করা !
.
কিউট কিউট বাচ্চাগুলো মফিজকে খুব লাইক করতো ! বাচ্চাগুলোর সাথে দুষ্টমি করে বেশ কাটছিলো মফিজের !
.
একদিন মফিজের শখ হলো তাদের বাংলা গালি শিখাবে ! দুইমাস সাধনা করে সে তাদের শিখালো 'হালার পো হালা' 'তোর মা রে বাপ'সহ কিছু গালি বাকীগুলো বলা যাবে না ৷
.
ছেলে মেয়েগুলো সেই গালি তাদের বাবা মা কে গিয়ে বলতো ! ড্যাডি ড্যাডি ইয়ু আর 'হালার পো হালা' ইত্যাদি !
.
বাবা মা বুঝতো না কিন্তু তাদের সন্তানরা বাংলা বলছে দেখে হাসতো !
.
ফটিকছড়ির ভদ্রলোক মফিজের কলিগ আবার ওমানের ভাষা অল্প অল্প বুঝতো ! একটু আধটু ইংরেজীও বলতে পারতো ! মালিক তাকে জিজ্ঞেস করলো, বাচ্চাগুলো বাংলায় কি বলে ? সে বললো, 'মাদারকে ফাদার !'
.
বুঝিয়ে দিলো বাংলা গালি ! তারপর মফিজকে সেদিন ই চাকরি থেকে বরখাস্ত করা হলো ! তার ভিসায় রেডমার্কিং পড়ে গেলো ! আর কখনো সে ওমান যেতে পারবে না !
.
বাংলা গালি প্রচার প্রসারে তার এমন অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে আমি এক গ্লাস লেবুর শরবত পান করায়েছি ! মফিজ এখন রিক্সা চালায় সিইপিজেডের মোড়ে !
.
মফিজ হয়তো বুলি না শিখিয়ে দুষ্টমি করে গালি শিখিয়েছিলো কারণ দেশের গালিও বিদেশ গিয়ে তার কাছে বুলি মনে হয়েছিলো ! গালিগুলোও এতো আপন তা আপনি প্রবাসী না হলে বুঝবেন না ! সত্যি বুঝবেন না ! আ মরি বাংলা ভাষা !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫১

ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশের ৮০% লোক অশিক্ষিত।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: এখনো !

২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৯

ঢাকাবাসী বলেছেন: শিক্ষিত আর বর্তমান মাস্টার্স বা গ্র্যাজুয়েট এক জিনিস নয়, তাইনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.