নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়েটির শতবার শুনা গানের মধ্যে আজ রয়েছে 'ফেয়ার ! ইটজ অনলি ফেয়ার হু আ য়ে পেহলি পেহলি ফেয়ার '
.
তার জীবনের মেঘে আজ তারারা ঢাকা পড়েছে ! মনে মনে জেগে থাকে ব্যাথা ! তার গানের সুর হারিয়ে গেছে ! নিজের কথাগুলোও হারিয়ে গেছে ! রংধনু বিলীন হয়ে গেছে !
.
বারবার পাগল মনকে জিজ্ঞেস করে কেনো বুঝে না ! ঠিকানা ভুল ছিলো ! ভুল মানুষের কাছে চিঠি চলে গিয়েছিলো !
.
ভুল ঠিকানায় চলে যাওয়া গল্পের পান্ডুলিপি গুলো এমনি হয় তবুও মন কাঁদে অবুঝ হৃদয় ভালবেসে যায় !
.
এমন কিছু চিঠি আছে কখনো পোস্টও করা হয়না কখনো বলতে চেয়েও বলা হয়না ! সবার জীবন এমন কিছু মানুষ থাকে যাদের কখনো বলতে গিয়েও বলা যায় না ভালবাসি ! বড্ড ভালবাসি !
.
যদি সে ফিরিয়ে দেয় ! যদি সে ভাল না থাকে শুনে ! যদি সে রাগ করে ! যদি সে বিরক্ত হয় ! যদি সে আর কথা না কয় ! এমন শত শত যদি'র মাঝে সে ভালবাসাগুলোর হারিয়ে যায় !
.
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর একটি গান আছে, 'ভাল আছি ভালো থেকো ! আকাশের ঠিকানায় চিঠি লেখো !'
.
ঠিকানা যখন আকাশ আর কল্পনা আমার চিঠি আমি লিখবো যাকে খুশি তাকে লিখবো !
.
প্রথম প্রেম বলে কোন কথা নেই, পেহলি/প্রথম প্রেমের আগেও প্রেম থাকে সে প্রেমের কোন স্বাক্ষী থাকে না ! এক তরফা প্রেম !
.
সব মেয়ে মানবী হলেও কিছু কিছু মেয়ে প্রত্যেকটি মানুষের কাছে তার চেয়েও বেশী কিছু ! যাদের দেখলে হৃদকম্পন বন্ধ হয়ে যায় ! সময় স্থির হয়ে যায় ! থমকে যায় মহাকাল ! সামসাং মোবাইলের মতো মাথাও হ্যাং হয়ে যায় ! বাক রুদ্ধ হয়ে যায় !
.
আপনার জীবনে কি এমন কেউ আছে ? জানতে ইচ্ছে করে ! যদি থেকে থাকে মুন্নী সাহার মতো একটি প্রশ্ন ছুঁড়ে দিবো, তাকে মনে পড়লে আপনার অনুভূতি কেমন হয় ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২
হাতুড়ে লেখক বলেছেন: অনুভুতি হয়না কোন, সুড়সুড়ি লাগে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
আবদুর রব শরীফ বলেছেন: হাহা মন্দ বলেন নি
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: ভাল লাগল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
ওমেরা বলেছেন: আপনার প্রশ্নের উত্তরে বলছি , সব কথা বলতে হয় না , বলা ও যায় না ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
আবদুর রব শরীফ বলেছেন: কিছু কথা বুঝে নিতে হয় তা ঠিক !
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭
তারেক ফাহিম বলেছেন: হৃদয়ে চ্যাত করে উঠলগো
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬
আবদুর রব শরীফ বলেছেন: জ্বলে পুড়ে আঙ্গার হৃদয়ে ও চ্যাত করে উঠে !
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭
নাগরিক কবি বলেছেন: প্রথম প্রেম বলে কোন কথা নেই, - যতবার মন থেকে ভালবাসবেন ততবারই প্রথম প্রেম
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহা প্রথম যারে লাগে ভালো যায় না কবু তারে ভোলা গানের কি হবে !
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬
চাপাবাজ ফালতু বলেছেন: ভাল লিখেছেন ।