নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমার কলিগ মিজান ভাই থেকে মেয়ে চল্লিশ নম্বরের MCQ টেস্ট নিচ্ছে ! প্রতি প্রশ্নের মান পাঁচ
.
প্রথম প্রশ্নঃ তোমার কোন কালার পছন্দ ?
উত্তরঃ ' তুমি যদি দাঁতের কালারের কথা জিজ্ঞেস করো আমার সাদা পছন্দ আর যদি চুলের কালারের কথা জিজ্ঞেস করো আমার কালো পছন্দ !'
.
দ্বিতীয় প্রশ্নঃ বিয়ের পর তুমি কি আমায় পড়ালেখা করতে দিবে ?
উত্তরঃ তোমার কি নাচ শিখার ইচ্ছে আছে ?
পাত্রীঃ কেনো ? প্রশ্নতো অন্যটি ছিলো !
উত্তরঃ যদি নাচ শিখতে চাও তা ও শিখতে পারবে !
.
মেয়ে দুটি প্রশ্নের উত্তর শুনে নির্বাক ! ক্রাশ ! আর কোন প্রশ্ন করলো না ৷
.
রিয়াজ ভাই প্রশ্ন দুটির উত্তর নোট করে রেখেছে ! অফিস ছুটি পর লাইন বাই লাইন পড়ে আমাকে শুনাচ্ছিলো আর দুইজন হাসতে হাসতে চেয়ারে লুটিয়ে পড়ছিলাম !
.
আমাকে যদি এই মুহূর্তে কোন মেয়ে জিজ্ঞেস করে,
শরীফ ভাই আমার সাথে প্রেম করবেন ?
আমি বলবো, 'তোমার কত টাকা জমানো আছে ?'
মেয়েটি বলবে, কেনো ?
বলবো, 'তোমাকে সরাসরি বিয়ে করার মতো আমার হাতে অতো টাকা নেই তাই !'
.
তুমি অন্যরকম বলোনি বলে কবিতা হয়নি এতোদিন আমার প্রিয় কবিতার লাইন
.
আজকে আপনাদের অন্যরকম একজন মানুষের গল্প বলবো ! কেডিএস এক্সেসোরিজের রিয়াজ ভাইয়ের গল্প !
.
ম্যারাথন দৌড়ে এক সাথে অনেকে দৌড়ায় ! তেমনি জীবনেও চলতে চলতে অনেকের সাথে দেখা হয় ! ম্যারাথন দৌড়ের একটি শিল্প আছে হঠাৎ করে কেউ কেউ পিছন থেকে অনেক কে হারিয়ে সামনে চলে আসে !
.
তেমনি আমার জীবনের পরিচিত মানুষগুলোর মধ্যে অনেক কে পিছনে ফেলে সামনের সারিতে অবস্থান করে নিয়েছে রিয়াজ ভাই !
.
ইংরেজি সাহিত্যের জনপ্রিয় গল্প 'জেরি'র কথা মনে আছে ? লেখক তার প্রতি মুগ্ধ হয়ে তাকে বিশেষণ করার মতো কোন শব্দ খুঁজে পাচ্ছিলেন না ! হাঠাৎ একটি শব্দ খুঁজ পেলেন 'integrity' মানে সম্পূর্ণতা ! এই শব্দটি আবার সততা, অখন্ডতা, ন্যায়পরায়ণতা, সাধুতার সম্মিলিত রূপ ৷
.
জেরি পথে আসার সময় যখন দেখতো একটি ইট তার জায়গা থেকে নড়ে গেছে সেটা স কোন প্রতিদানের আশা না করে বিবেক খাটিয়ে আগের জায়গায় বসিয়ে দিতো !
.
চেয়ারের হাতল ভেঙ্গে যাওয়ার পর রাইটার জেরিকে বললো এটি পুরাতন গুনে ধরা হাতল ছিলো তাই ভেঙ্গে গেছো কিন্তু জেরি বলতো, না তার অসাবধানতার কারণে ভেঙ্গেছে !
.
ছোট ছোট এমন ঘটনাগুলো লেখক আড়াল থেকে ফলো করতো ! লিখিত হয়ে যায় সেরা একটি গল্পের প্লট !
.
অক্সিজেনে এক দোকানে বসে বসে দশ টাকার বাদাম কিনে খাচ্ছি ! অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর খেয়াল করলাম এবার বেরুতে হবে ! আমি বেরিয়ে গেছি কিন্তু রিয়াজ ভাই পাঁচ মিনিট ধরে বাদামের খোসাগুলো টেবিল থেকে সরিয়ে ফু টু থু দিয়ে পরিষ্কার করে বের হয়েছে ! মেঝেতে পড়া খোসাও...!
.
আজকে দুইজনের বাদাম পার্টি হলো একটি দোকানের সামনে ! খাওয়ার পর চলে আসার সময় পা দিয়ে ফুটবলের মতো উনি পরিষ্কার করছেন কারণ একটু পর ঐ লোক নাকি মা বোন ধরে গালি দিয়ে বলবে, জীবনে বাদাম খায়নি মনে হয় !
.
আমি বললাম, ভাই এভাবে বাদাম পরিষ্কার করছি দেখলে মানুষ পাগল বলবে উনি বললো কাজটা আমরা ঠিক করিনি মনে হয় !
.
এমনও অনেক ঘটনা ! আমি লেখক হলে বাংলা সাহিত্যের অন্যতম সেরা গল্পটি লিখে ফেলতে পারতাম ! কারণ জেরি তো পাশেই আছে !
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৭
আবদুর রব শরীফ বলেছেন: ল্যাদানি বাংলা ভাষার নতুন শব্দ প্রথম শুনিছে মনে হয় !
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩
দার্শনিকের ভুত বলেছেন: জেরির গলপের কোন লিনক দিতে পারবেন?
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২
কালীদাস বলেছেন: ফেসবুক ছেলেবিরিটির আরেক দফা দয়া ল্যাদানি সামহ্যোয়ারইনে