নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এই মুহূর্তে আমার সাথে যেসব মেয়ে চ্যাট লিস্টে আছে,
.
তাদের একজন একবার বয় ফ্রেন্ডের সাথে রাগ করে অজ্ঞান হয়ে গিয়েছিলো ! সে এখন সেসব কথা ভেবে ভাইয়া কত বোকা ছিলাম আমি বলে বলে হাসে !
.
তাদের আরেকজন ব্রেকাপের দুঃখ সহ্য করতে না পেরে তিন মাস হাসপাতালে ছিলো সে এখন দিব্যি সংসার করছে সাথে ঐ ছেলের এক বন্ধুর প্রতি তার নাকি আলাদা ফিলিংস কাজ করছে !
.
অন্য আরেকজনের গল্প বলি সে দুই তলা থেকে লাফ দিয়ে মরেনি বরং অন্য আরেকজনের বুকে পড়েছে সেই গল্প অন্যদিন হবে
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেয়ের প্রতি আমি দুর্বলতা বশত কলিকাতা হার্বালে পর্যন্ত গিয়েছিলাম সে মেয়েকে একদিন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি !
.
আমি আবার কিছুদিন পর এক ফাইলে কাজ না হওয়ায় আরেক ফাইলের জন্য তার কাছে ছুটে গিয়েছিলাম সে ও তখন আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলো !
.
গল্পগুলো এমনি হয়
.
দীর্ঘ ব্রেকাপের পর সেই মেয়ের পিছু পিছু ছুটছিলো আমার কিউট বন্ধু !
.
মেয়ে বাজারের লিস্টের মতো তাকে একটি আচরণের লিস্ট ধরিয়ে দিলো !
.
ফিরে আসবে ? শর্ত প্রযোজ্য
.
ছেলেটি ফিরে এসেছিলো প্যাকেজের টানে কিন্তু সেখানে কোন কিছু আগের মতে নেই পিক অপপিক চলছে কোন রকম প্যাকেজ শেষ বিনা নোটিশে সে নিরুদ্দেশ !
.
চ্যাট লিস্টে আরো একটি মেয়ে আছে মেঘ পরী তাকে নিয়ে সকালে একটি গল্প লিখেছিলাম ! ভুলে ডিলিট হয়ে গেছে !
.
মেয়েটি জন্মের আগেই তার বাবা মায়ের ডিবোর্স হয়ে যায় ! কেনো ডিবোর্স হয়েছে সেই প্রশ্নটি করার সাহস পাইনি !
.
সে শুনেছে তার বাবা বিয়ে করেছে আর সে এটাও দেখেছে তার মা আর বিয়ে বসেনি ! দেখতে দেখতে অনার্স ফাইনালে উঠে দেখলো তারও বিয়ের বয়স হয়েছে !
.
আমার এক চাচা আছে সে একটি মেয়েকে ভালবাসতো একদিন মেয়েটিকে কৌশলে বিয়ে দিয়ে দেয় পরিবার তারপর তার বয়স আশি ছুঁয়ে গেলেও সে আর বিয়ের নামও নেয়নি !
.
আমার এক ভাই আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়তো সেই থেকে শুরু এখনো বিয়ে ও করেনি ! যুগ পেরিয়ে গেলেও কোন মেয়ের সাথে কথাও বলেনি !
.
আমার এক বন্ধু্প্রতীম বড় ভাই আছে মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর সে তাবলীগে গিয়ে এক চিল্লা দেওয়ার পর এখনো সে তাবলীগ করে !
.
সম্পর্কের পর সবাই পাল্টে যায় না কেউ কেউ বদলেও যায় !
.
আপনার আশে পাশে এমন মানুষগুলো থাকলে ম্যানশন করুন অথবা তাদের গল্পটি সংক্ষেপে জানান ইনশাল্লাহ তাদের নিয়ে রচিত হবে 'কাছে এসেও দূরে যাওয়ার গল্প !'
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,
টুকরো টাকরা জীবনসত্যের গল্প ।
সম্পর্কের পর সবাই পাল্টে যায় না কেউ কেউ বদলেও যায় ! এই লাইটি ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪
ওমেরা বলেছেন: কত্ত দেখলাম কাছে এসে ও দুরে সরে যাওয়ার কাহীনি ।