নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অক্সিজেন টু রাউজান বাসে এক মেয়ের দিকে একটু তাকালাম ! সে এমন ভাব নিলো যেনো আমার ক্যারেক্টারে পবলেম আছে !
.
যাই হোক আরেকটু তাকালাম ! মেয়ের কি পার্ট ! জিন্দেগীতে মনে হয় মোবাইল চোখে দেখে নাই এমন ভাবে তাকিয়ে আছে মোবাইলের দিকে !
.
আমি কি দেখতে এতোই বিশ্রী ! একটু রোদে পুড়ে কালো হয়ে গেছি তাই বলে কি এতো আবেদনহীন !
.
মোবাইলে চ্যাট বন্ধ করে ক্যামেরা অন করলাম ! ঐ মেয়ের ছবি তুলতে না নিজের চেহারা দেখতে ! হাত দিয়ে চুল একটু ঠিক ঠাক করে নিলাম !
.
চুলে হেয়ার কালারটা আজকে করা উচিত ছিলো কেনো যে করলাম না মনে মনে ভেবে খুব রাগ হচ্ছিলো !
.
তারপর মেয়েটির দিকে তাকিয়ে আছি ফেসবুকে চ্যাট ট্যাট রেখে ! কি সুন্দর মায়া তার চেহারার মধ্যে ! কি অপরূপ সৃষ্টি ! হায় মরি মরি !
.
এবার মেয়েটি তার দিকে তাকিয়ে আছি দেখে এতো বিরক্ত সহকারে আমার দিকে তাকালো যে আমি লজ্জায় আবার ফেসবুক ম্যাসেঞ্জার অন করে সদ্য নতুন পরিচয় হওয়া অচেনা মেয়েটির সাথে চ্যাট করা শুরু করলাম !
.
এভাবে চট্টগ্রামের বালুচরা, আমান বাজার, বড়দিঘীর পাড়, চৌধুরী হাট, ফতেয়াবাদ ফেলে মদনহাট চলে আসছি নতুন পরিচিতো হওয়া ফেসবুক আইডি 'নীল পরী'র সাথে চ্যাট করতে করতে
.
হঠাৎ 'নীল পরী' বললো, 'শরীফ ভাইয়া রাখি রাখি ! বাস মদনহাট চলে আসছে ! গাড়ি থেকে নামবো ! নাইলে আপনার সাথে চ্যাট করতে করতে গাড়ি রাউজান নিয়ে যাবে টেনে !'
.
মোবাইল থেকে চোখ উঠাতেই দেখি সে মেয়েটি নামছে ! যার দিকে একটু আগে তাকিয়ে ছিলাম !
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২২
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: চুলে হেয়ার কালারটা আজকে করা উচিত ছিলো কেনো যে করলাম না মনে মনে ভেবে খুব রাগ হচ্ছিলো !
চুল কালার করা ছেলেদের মেয়েরা হাফলেডিস বলে ডাকে। এই অভ্যাস ছাড়েন নতুবা চ্যাট করেই জীবন পার হবে বাস্তবে কিছু পাবেন না।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২২
চাঁদগাজী বলেছেন:
"অক্সিজেন টু রাউজান বাসে এক মেয়ের দিকে একটু তাকালাম ! সে এমন ভাব নিলো যেনো আমার ক্যারেক্টারে পবলেম আছে ! "
-হতে পারে; অন্য সম্ভাবনা, শুধু ক্যারেকটার নয়, পুরো আপনাকেই প্রবলেম হিসেবে দেখেছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৩
ওমেরা বলেছেন: সে এমন ভাব নিলো যেনো আমার ক্যারেক্টারে পবলেম আছে ! ভাব সাব দেখে ামার ও তাই মনে হচ্ছে ।
.