নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বায়জিদ ক্যাফেতে দুপুরের খাবারের সময় সামসাং এস থ্রি মোবাইলটা পকেটে ছিলো কিন্তু হঠাৎ করে চেয়ারে বসতে গিয়ে টেবিলের কোণার খোঁচা লেগে টাচ ভেঙ্গে গেলো
.
যদিও ২০১৩ সালে মোবাইলটি সেকেন্ড হ্যান্ড তের হাজার টাকা দিয়ে কিনেছিলাম তবুও সবাইকে বলতাম পনের হাজার দিয়ে কিনেছি যাতে কিছুদিন ব্যবহার করে যাতে বার/তের হাজার বিক্রী করতে পারি
.
গত তিন চার বছরে কত মানুষ জীবনে এলো গেলো কিন্তু মোবাইলটি প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিলো
.
এই মোবাইল দিয়ে অন্তত সাতশ প্লাস লেখা লিখেছি ! ললনাদের সাথে রাগ করে কম বেশী সাতাশ বারের মতো আছাড় মেরেছি কিন্তু কিচ্ছু হয়নি ! অথচ আজ সামান্য একটু খোঁচা লেগে...........!
.
মনে পড়ে অক্সিজেনের মোড়ে একবার দৌড়ে বাস ধরতে গিয়ে ধাক্কা লেগে মোবাইলটি হাত থেকে পড়ে ব্যাটারি, ব্যাক পার্ট, মোবাইল তিনটা তিন দিকে চলে গিয়েছিলো তারপর বাস থেকে নেমে খুঁজে তিনটা একসাথে লাগিয়ে সুইচ দিলাম দেখি এটা কোন সমস্যা না ! দেদারচ্ছে চলছে !
.
জীবনের শেষ স্টাডি ট্যুর অর্থনীতি বিভাগ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মোবাইলটি পিছনের পকেটে রেখেছিলাম তা ভুলে সিটের উপর বসে বসে লাফাচ্ছি হঠাৎ মনে পড়লো সঙ্গীতো পিছনের পকেটে ! বের করে দেখলাম কিচ্ছু হয়নি ! শান্তি !
.
এভাবে চলছিলো.......
.
ইদানিং মোবাইলটি এতো হ্যাং করতো যে সেদিন রাগ করে বিক্রী করতে নিয়ে গিয়েছিলাম ক্রেতা দুই হাজার টাকা মূলানোর পর তারপর থেকে অফিসে কাগজ ঝুলানোর জন্য ওয়াল পিন ঠুকতে এটি ব্যবহার করি তাতেও কিছু হতোনা
.
কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাগলা কুকুরের অবির্ভাব হয়েছিলো তাই সবাই হাতে লাঠি নিয়ে হাঁটছে হঠাৎ দেখলাম একটি কুকুর তেড়ে আসছে উপায়ন্তর না পেয়ে মোবাইলটি ছুঁড়ে মারলাম ! কুকুরের গা'য়ে লেগে সেটি কুকুর তাড়াতে সক্ষম হলো নিজের ক্ষতি না করেই !
.
গভীর রাতে একদিন হঠাৎ ইয়ুটিয়ুবে ঢুকে একটি ভিডিও অন করে দেখলাম নন ভেজ শব্দে বাসার সবাই জেগে উঠলো ঠিক তখনি সেট হ্যাং ! কি করবো না করবো ভেবে আছাড় মেরে ব্যাটারি খুললাম দ্রুতো কিন্তু মোবাইলের কিচ্ছু হয়নি
.
এই সেই মোবাইল দীর্ঘদিন পাশে থেকেও সামান্য একটু গুতো লেগে এভাবে ভেঙ্গে যাবে ভাবিনি ! সত্যি মোবাইল সেটটাও কি তোমার আমার মতো ?
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০
বর্ষন হোমস বলেছেন:
হা হা হা।
মানুষের কত কিছুর প্রতি মায়া জন্মে যায়।অদ্ভুত!