নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার সন্ধি-বিচ্ছেদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে হঠাৎ একদিন দেখলাম সাদাসিধা বন্ধুটির পিছনে কেক নিয়ে একটি মেয়ে তাকে দৌড়াচ্ছে কিন্তু ছেলেটি মেয়েদের হাতের কোন জিনিস খাবে না হয়তো মা বলে দিয়েছে বাসা থেকে, 'খবরদার মেয়েদের থেকে দূরে থাকবি এবং কিছু দিলে খাবি না ৷'
.
তাদের দৌড়াদৌড়ি দেখে সেদিনই প্রথম আবিষ্কার করলাম ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস নামক একটি ব্যাপার স্যাপারও পৃথিবীতে আছে !
.
পৃথিবীতে নাকি ভালবাসা দিবস থাকলেও ভালবাসা নেই ! আমি তাদের বলি পৃথিবীতে সাবারি এক জোড়া বাবা মা আছে ৷ বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনার বাবা মা তাদের একে অপরকে ভালবাসেনি !
.
পৃথিবীর প্রত্যেকটি ঘরে একটি ভালবাসার গল্প আছে বলেই কত সুন্দর সংসারগুলো টিকে আছে কখনো খেয়াল করেছেন ?
.
আপনি ভালবাসা বলতে যদি বিয়ের আগে টুটটুট কে বুঝেন তাহলে আপনি কখনো ভালবাসা খুঁজে পাবেন না
.
কারণ সম্পর্কগুলো চোরা সম্পর্ক ! সমাজ স্বীকৃত না তাই ভঙ্গুর ! দায়বদ্ধতা নেই !
.
আপনি লিটনের প্লাটে ভালবাসার গল্প খুঁজতে গেলে তো হবে না আপনি বরং প্রত্যেক বাবা মা'য়ের কাছে গিয়ে ভালবাসার গল্পগুলো খুঁজে দেখুন সেখানে কি খুঁজে পেয়েছেন তা নিয়ে বলুন
.
যে মাটিতে হীরে থাকে সে মাটির রং লালচে হয় সুতরাং ওখানে না গিয়ে আপনি কাঁদামাটিতে হীরে খুঁজতে গেলে কেবলি পন্ডুশ্রম হবে
.
যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানের 'লাল গোলা'প অনুষ্ঠানের মাধ্যমে বাঙ্গালীর ভালবাসা দিবসের সাথে মেলবন্ধন শুরু হয় তারপর ফেসবুকের মাধ্যমে তা পুরো দেশে ছড়িয়ে পড়ে
.
সকল ব্যস্ততার মধ্যে ভালবাসাকে স্মরণ করতে একদিন স্পেশালভাবে স্মরণ করতে অবশ্যই একটি দিনের দরকার তবে তা ম্যারেজ ডে হলে বেশ ভালো ছিলো কিন্তু সবার ম্যারেজ ডে কিন্তু একদিনে হয়না সুতরাং একটি দিবস দোষের কিছু না
.
দোষটা হলো আমার আপনার মানসিকতার ! একটি উপলক্ষ্য তৈরী করে লোক চক্ষুর আড়ালে গিয়ে ইটিশ পিটিশ করে সময় কাটানো ! তারপর দিবসের উচিলা দিয়ে সাত খুন মাফ !
.
একটি দিবসের মাধ্যমে যদি অবৈধ ভালবাসাকে বৈধতা দেওয়া যেতো তাহলে বিয়ের দরকার ছিলোনা ঢাকডোল পিটিয়ে
.
বাংলা ব্যাকরণে পড়েছিলাম, পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে ৷ তবে সন্ধিটি যেনো পরীক্ষার হলে গিয়ে 'সন্ধি বিচ্ছেদ' না হয়ে যায় জাতির কপোত কপোতিকে সেদিকেও খেয়াল রাখতে হবে ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.