নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিচার বাসে স্টুডেন্ট এবং অন্যান্যরা উঠেছে বলে যে শিক্ষকের প্রেস্টিজে লেগে বাস থেকে নেমে যায় সে কি শিক্ষক না *** ?
.
অথবা ছাত্র-ছাত্রীদের এক প্রকার গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেয় সে শিক্ষক না *** !
.
শিক্ষক কাকে বলে ! যার কাছ থেকে শিখেছি তাকে শিক্ষক বলে ! উক্ত ঘটনা থেকে কি শিখেছিলাম ?
.
Oxford dictionaries এ teacher এর একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, 'A person who teaches, especially in a school'
.
অক্সফোর্ড ডিক্সনারির মতে School মানে হলো 'An institution for educating children '
.
গ্রহণযোগ্য ডিক্সনারিটির মতে, Education মানে, 'The process of receiving or giving systematic instruction, especially at a school or university'
.
আসেন তিনটি শব্দের একটি সারমর্ম করি, ' কোন নির্দিষ্ট বিষয়ের উপর কেবল মাত্র একটি প্রতিষ্ঠানে যে শিক্ষা দেয় সে শিক্ষক !'
.
প্রথমে লিখেছিলাম, 'সে শিক্ষক না ***' আসলে ওটা হবে 'সে শিক্ষক না দেবতা'
.
কারণ তার প্রতিষ্ঠান আছে, কোন নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশুনা করায়.....!
.
কিন্তু সম্মান বা রেসপেক্টের কথা যদি বলেন তাহলে আমাকে আবার অক্সফোর্ড ডিক্সনারি ঘাটতে হবে,
.
Respect সম্বন্ধে অক্সফোর্ড কি বলে, ' A feeling of deep admiration for someone or something elicited by their abilities, qualities, or achievements'
.
Deep admiration মানে মনের ভিতরের আনন্দ থেকে আসা অনুভূতি ! সোজা বাংলায়, 'মনের ভিতর থেকে কোন দক্ষতা, গুণ অথবা অর্জনের জন্য যে অনুভূতি আসে তাকে রেসপেক্ট বা শ্রদ্ধা বলে !'
.
আপনাকে সালাম দিয়েছি বলে ভাবে যদি আপনার পা মাটিতে না পড়ে তাহলে কি আমার মন থেকে শ্রদ্ধা আসবে !
.
আপনি যদি পরীক্ষার আগে ছাত্রীদের প্রশ্ন আউট করেন আর সে প্রশ্ন আমার হাতে এসে পড়ে তাহলে কি সম্মান আসবে ভিতর থেকে ?
.
আপনি যদি নারী কেলেঙ্কারি করেন তাতে ও কি শিক্ষক হিসেবে আপনাকে সম্মান করতে হবে ?
.
আপনি যদি ক্লাশ বাদ দিয়ে কোচিং নিয়ে পড়ে থাকেন তাতে কি আমার সম্মান উতলাই পরবে আপনার প্রতি ?
.
প্রাইভেটের ছেলেরা যখন বলে আপনি দুই ঘন্টা ক্লাশ নিয়েছেন কিন্তু আপনাকে আমরা দুইদিন মিলে আধা ঘন্টা কাছে পেলে কি সম্মান আসবে ?
.
প্রিয় অক্সফোর্ড ডিক্সনারি, শিক্ষকের সংজ্ঞা দিয়েছেন কিন্তু রেসপেক্টের সংজ্ঞটাও এডিট করে দেন প্লিজ !
.
সংজ্ঞাটি এভাবে দিতে পারেন, 'শিক্ষক হলেই রেসপেক্ট করতেই হবে ! করতেই হবে ! করতেই হবে ! তবে মন থেকে না আসলেও সেটাকে রেসপেক্ট বলে !'
©somewhere in net ltd.