নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমার প্রথম মোবাইলটি ছিলো নোকিয়া ১১১০, চট্টগ্রাম বোর্ড জেলা বৃত্তি পেয়েছিলাম ২৫০০ টাকা আর এক মাস কান্নাকাটি করে বাবা থেকে ৭৫০ টাকা বের করে ৩২৫০ টাকা দিয়ে ২০০৬ এ মোবাইলটি কিনেছিলাম !
.
মোবাইল কিনার পর লক্ষ্য করলাম আমি এলাকা আত্মীয়স্বজনসহ অনেকেরে কাছে সেলেব্রিটি হয়ে গেছি
.
হঠাৎ একদিন লক্ষ্য করলাম সখিনা বেগম আমার মুখের দিকে না তাকিয়ে মোবাইলের দিকে তাকাচ্ছে ! মোবাইল হাতের ভিতর দুই প্যাচ ঘুরানি দিয়ে আস্তে আস্তে পকেটে রেখে দিতাম
.
হঠাৎ শুনলাম এটা নোকিয়া ১১০০ মোবাইল না যে শুধু টুংটাং বাজবে এটা আরো বেশী কিছু ! এতে ডিজিটেল রিংটোন তো আছে ডিজিটেল জঞ্জানানি গানও ঢুকানো যায়
.
হরতাল ছিলো তখন ! দুই মাইল ধরে হেঁটে হাটহাজারী গিয়ে বিশ পঁচিশটা দোকান ঘুরে বিশ টাকা দিয়ে 'ওরে নীল দরিয়া' গানটি ঢুকালাম ! কি সমধুর টোন গানটির শূন্যতা পূরণ করে দিচ্ছে, মনে মনে ভাবছি এই যুগে টুংটাং রিংটোনটি কত ক্ষেত ছিলো
.
মোবাইলটি হাতে নিয়ে আর হাত থেকে রাখতে দুইমাস সময় লেগে গিয়েছিলো ! এ মায়া বড্ড মায়া ! এক মুহূর্ত চোখের আড়াল হলে বুকটা চ্যাত করে উঠতো ! কত কিছু প্রতিদিন শিখছি
.
একদিন শিখেছি স্ক্রিণ সেভার চেঞ্জ করা যায় তো আরেকদিন অন্যরকম ওয়ালপেপার চেঞ্জ করা যায় দেখে তো আমি লাফ দিয়ে ভাঙ্গা খাট আরো ভেঙ্গে ফেলেছিলাম
.
আমার আগে শরীফ নামে আরেকটি বন্ধু মোবাইল কিনেছিলো তাকে দেখতাম রাত দিন সকাল বিকাল মোবাইলের দিকে তাকিয়ে থাকতো !
.
পৃথিবীর সব রহস্য যেনো এই নোকিয়া ১১০০ আর ১১১০ এ, প্রতিদিন শিখছি তবুও শিখার যেনো শেষ ই হয়না
.
তারপর টিউশনির টাকা জমিয়ে মডেল চেঞ্জ করতে শিখলাম ! তা একদিন চেঞ্জ হতে হতে এন্ড্রোয়েডে গিয়ে থেমেছে
.
তবুও সে পুরনো ফিলিংস ভুলতে পারিনি ! আপডেটের ভীরে সে একদিন স্মৃতির গহীনে ঢুকে গেলো
.
প্রথম প্রেমে ফিলিংসগুলো এমনি ! একদিন তাদের জীবনে প্রয়োজন হয়না ! সত্যি প্রয়োজন হয়না ! সেই কালো মেয়েটির ফিলিংসও আপডেটের ভীরে হারিয়ে গেছে ! বড্ড সাদাসিদা বেরং মনে হয় থাকে
.
তবুও কোন এক আমবশ্যার রাতে সবকিছু কালো হয়ে গেলে তোমাকে মনে পড়ে ! তোমাকেই মনে পড়ে...! এমনি হয় একদিন ! আমরা হয়ে যায় কালো ভ্রমর ৷
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১
নাগরিক কবি বলেছেন: ১১০০ এর গেম টা অনেক মিস করি
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
ভাবুক কবি বলেছেন: প্রথম প্রেমের কি হয়েছে জানা নেই কিন্তু প্রথম মোবাইল ক্রয়ের পরবর্তী অনুভূতি আপনার মতই