নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বীজ ভেঙ্গে গাছের চারাটি মাটি ভেঙ্গে উঠে তারপর কলি ভেঙ্গে ফুল হয়ে ফল হয় আর সে ফল ভেঙ্গে আমরা ভেঙ্গে টুকরো টুকরো করে খায় আবার সেটি পেটে গিয়ে আবারো ভেঙ্গে ভেঙ্গে শক্তি উৎপন্ন হয় আর সে শক্তি দিয়ে ক্যালরি ভেঙ্গে কাজ করি তারপর দিনশেষে শরীল ভেঙ্গে আসলে ঘুমিয়ে পড়ি আবার সকালে ঘুম ভেঙ্গে গেলে অফিসে যায় !
.
তো এক ছেলের নাম ছিলো ভাঙ্গা ! বাড়িতে মেহমান এলে বাবা বললো, ভাঙ্গা, চেয়ারটা নিয়ে আয় ? জনাব অতিথি অপমানে বের হয়ে গেলো !
.
সন্দ্বীপ থেকে দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণিতে আসার পর দেখি চাবি রেখে এসেছি তারপর তালা ভেঙ্গে বাসায় ঢুকতে হলো সুতরাং মাঝে মাঝে ভাংতে হয় !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ভাতা কমানোর দাবীতে বিশাল আন্দোলন হচ্ছিলো দিনের পর দিন কিন্তু প্রশাসনের টনক নড়ছে না কিন্তু যেদিন সবকিছু ভেঙ্গে চুরমার করা হলো পরের দিন শুনি দাবী মানা হয়ে গেছে !
.
ফরিদপুরে ভাঙ্গা নামক উপজেলায় নির্মাণ কাজ শেষ হবার আগে সেতুর পলেস্তার ভেঙ্গে গেছিলো ২০১৬ সালের আক্টোবর মাসে
.
একটা প্রবাদ আছে,
সতী নারীর পতী যেমন পর্বতের চূড়া,
অসৎ নারীর পতী তেমন ভাঙ্গা নায়ের গুড়া
.
আবার পারাক্কা বাঁধ নিয়ে জৈনক কবি লিখেছিলেন,
শুকনো গাঙে আসুক
জীবনের বন্যার উদ্দাম কৌতুক ...
ভাঙ্গনের জয়গান গাও।
বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও , ভাঙো ।
.
নজরুল বলেছিলেন,
কোথা চেংগিস, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা র’বে, চালা হাতুরি-শাবল চালা!
.
শুনেছি যে ভাঙ্গতে পারে সে নাকি গড়তেও পারে
.
কিন্তু ভাঙ্গা হৃদয় দিয়ে কিছুই হয়না শুধু কবি হওয়া ছাড়া ! জানোতো এই হৃদয় ভেঙ্গে গেলে লাগে না লাগে না জোড়া ! কথাটি ফেবিকল কোম্পানীতে চাকরি করা এক মেয়েকে বলেছিলাম ৷ মেয়েটি হেসে বললো ফেবিকল আছে না......! আমি বললাম তুমি থাকতে.....!
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
পলাশমিঞা বলেছেন: একটা প্রবাদ আছে,
সতী নারীর পতী যেমন পর্বতের চূড়া,
অসৎ নারীর পতী তেমন ভাঙ্গা নায়ের গুড়া.
নিষ্পাপরা কেন অন্যের পাপের প্রায়শ্চিত্ত করবে?