নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া গল্প

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

ওরা আমাকে গল্প বলে আমি মুগ্ধ হয়ে শুনি ! ভৈরব থেকে নিপা একটি গল্প বলবে বলে মোবাইল নম্বর নিয়ে বললো, গল্প বলার পর জীবনেও ফোন করবে না ! তার জীবনের গল্প
.
মেয়ে মানুষের ফোনে কেউ কেউ বিরক্ত হলেও অন্তত আমি না
.
চার দেয়ালের মাঝে বেড়ে উঠা মেয়েটির একমাত্র একটি বন্ধু ছিলো ! সামনে তার বিয়ে ছেলে কানাডায় থাকে !
.
বন্ধু দুই জন ই একজন আরেকজনকে ভালবাসি বলবে বলবে বলেও বলতে পারেনি কখনো...!
.
রাগ করে তারা কেউ কারো ফোন রিসিভ করতো না মাঝে মাঝে ! বন্ধুটির বন্ধুর বিয়ে হয়েছে ৷ নতুন দম্পতি দেশের বাহিরে চলে যাবে সাথে সেই বন্ধুটি এবং অন্যরা
.
সেই রাতেও মেয়েটিকে ফোন করেছে ছেলেটিও কিন্তু অভিমান সহজে ভাঙ্গে না গলে যায়
.
ভোর না হতে হতে বাসায় খবর এলো তার বন্ধুটি নতুন দম্পতি সহ রোড এক্সিডেন্টে মারা গেছে ! একজন মেয়ে হিসেবে বন্ধুর লাশ দেখতে যাওয়া উচিত হবে কি না ভাবতে লাগলো ! যে পথে লাশ রাখা ছিলো সে পথে সেটি ছিলো মেয়েটির শেষ যাওয়া
.
মেয়েটির বাবা মারা যাওয়ার পর এটি ছিলো তার জীবনের শেষ ট্রাজেডি ! যার পরে আর কোন ঘটনা তাকে নাড়াতে পারেনি
.
সবাই নতুন দম্পতির জন্য আপসোস করছিলো ! চেয়াম্যানের ছেলে হওয়ায় ছেলেটিও আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এরমাঝে যে আরেকটি হৃদয়ও ভেঙ্গে গেছে সে খবর জগতের কে রাখে ?
.
ছেলেটি মারা যাওয়ার পর একটি ডায়রী পাওয়া যায় তার ঘরে সে ডাইরীতে সে তার ভালবাসার অনুভূতি লিখে যায় !
.
ছেলেটির মা ডায়রীটি পাওয়ার পর পড়ে পড়ে অনেক কাঁদে মেয়েটিকে দেখার জন্য বাসায় দাওয়াত দেয় ! এবং তার ছোট ছেলের সাথে বিয়ের প্রস্তাব দেয়...!
.
মেয়েটি রাজী হয়নি....!
.
এক বছর পর,
.
বিয়ের কিছুদিন পর সে কানাডায় চলে যাবে কিন্তু ঠিক এভাবে এক বছর আগে নতুন দম্পতি বিদেশ যাওয়ার সময় একটি গল্পের সমাপ্তি হয়েছিলো !
.
কেউ জীবন দিয়ে গল্প লিখে অন্যকে বলে ভাইয়া একটা গল্প লিখে দিলে সবচেয়ে বেশী খুশি হবো ! গল্পগুলো লিখতে গিয়ে চোখ ভিজে যায় !
.
লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্পগুলো এমন সমৃদ্ধ যে পৃথিবীর সেরা গল্পকারের গল্পের বইকেও হার মানাবে !
.
নতুন গল্পের জন্য একুশে বইমেলা লাগে না পাশের বাসার কুদ্দুসের জীবনেও আরো সুন্দর বাস্তব গল্প আছে ! বিশ্বাস করো ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.