নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তার আকাশ কি আমার চেয়ে বড়

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

তোমার রাজ প্রসাদ থেকে আমার চিলেকোঠার দিকে তাকিয়ে রোজ বিকেলে কি ভাবো তুমি ? নেমে এসো চিলেকোঠার রেলিংয়ে বসে এক কাপ রং চা'য়ে গল্প করবো
.
তোমার সদ্য ক্রয় করা এলিয়েন গাড়ির কাঁচ ভেদ করে আমার সাইকেলের দিকে তাকিয়ে কি ভাবো তুমি ? কাছে এসো তোমাকে পিছনে নিয়ে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো !
.
চলো যাবে তোমার ফেভারিট রেডিসন ব্লুর সামনের গলি দিয়ে যেখানে দুজন এক সাথে হাটা যায় শুধু সেখানে টং মামার ঢং মার্কা নাড়ানির এক কাপ রং চা খাবো
.
সত্যি বলছি তোমাকে ভালবাসবো না ! ভয় পাওয়ার কিছু নেই ! প্রমিজ !
.
আমি তোমাকে শুধু শিখাবো চার দেয়ালের বাহিরেও একটি জীবন আছে ! একটি আকাশ আছে ! একটি শহরের গল্প আছে
.
দিনশেষে তোমাকে ঐ গানটি শুনিয়ে দিবো,
'ঘুড়ি তুমি কার আকাশে উড়ো ! তার আকাশ কি আমার চেয়ে বড়ওওও ! ময়লা টি শার্ট ! ছেঁড়া জুতো ! কয় দিন আগেও ছিলো মনের মতো ! দিন বদলের টানা পোড়নে, শখের ঘুড়ি নাটাই সুতো ! ঘুড়ি তুমি কার আকাশে..........! তোমার নিকট অতীত, আমার এক যুক আগের শীত, পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত ! তোমার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া তারপর একা ঘরে মন জড়োসড়োওওওওওওও....!
.
প্রমিজ ! একবারও বলবো না আমাকে ভালবাসতে হবে ! শুধু আমার পৃথিবীটা তোমাকে দেখাবো বলে তোমার বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে আকাশ দেখাবো বলে কিছুক্ষণের জন্য নিয়ে যাবো ! একটু সময় হবে ?
.
যেখানে লিটনের প্লাটের চার দেয়ালের মাঝে আটকে থাকা আঁশটে গন্ধ নেই সেখানে আছে শুধু মন খোলে দুই জনে হারিয়ে যাওয়া !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.