নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আত্মচিৎকার

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের বাম পাশের ওভার ব্রিজে একটা কুকুরের সাথে একটা লোক রোজ শুয়ে থাকে
.
ডান পাশের ওভার ব্রিজে বুড়ো বুড়ির সংসার !
.
দেওয়ান হাট ফুটপাতে দশ ইঞ্চির মতো যে আইলান আছে ওখানে দেদারচ্ছে ঘুমিয়ে থাকে অনেকে
.
আচ্ছা ওদেরও কি রাত বিরাতে আমার মতো তোমাকেই টাইপের কাউকে মনে পড়ে ?
.
তোমার না হয় পাশের বাসার ছেলের কথা মনে পড়ে বালিশ ভিজে যায় তাদের তো বালিশ নেই তবে কি ইট পাথর ভিজে টুপ করে জল গড়িয়ে পড়ে !
.
রোজ রাস্তায় দাঁড়িয়ে 'এই ভাংতি....' বলে চিৎকার করা রোগা মেয়েটিরও কি অনুভূতি আছে ! আনমনা হয়ে মজনুকে ভাবার !
.
আগ্রাবাদের মোড়ে আকতারুজ্জামান সেন্টারের সামনে রোজ পালাবদল করে মাথায় উকুন দেখা মহিলা দুটিরও কি তোমার মতো সময়ে অসময়ে মন খারাপ হয় !
.
ষোল শহর দুই নম্বর মোড়ে স্থূল পা নিয়ে বসে থাকা মেয়েটি কি স্বপ্ন দেখে একটি সুন্দর সংসারের...! কেউ একজন এসে বলবে, তোমাকে সিগ্ধ সুন্দর লাগছে..!
.
তোমার জন্য আমার অনুভূতিগুলো হয়তো এমনি
.
বাস্তবতার কষাঘাতে নিজ থেকে লুকিয়ে গেছে ! আমার তোমাকেই চাই বললে বুক আঁতকে উঠে ! টপ প্লে লিস্টে থাকে, তোমার গা'য়ে লাগে না ধূলো, আমার দু মুঠো চাল চুলো ! হেডফোনটি দিব্যি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বটতলী স্টেশন পর্যন্ত সান্ত্বনা দিয়ে যায় !
.
আবেগ বেড়ে যায় ! সা রে গা মা পা..... বলে চিৎকার করে 'তোমাকেই ভালবাসি বড্ড ভালবাসি' বলতে গিয়ে হাই স্কেলে আমার গলা দিয়ে স্বর বের হয়না ! শুনেছি এটাকে আত্মচিৎকার বলে ! কেউ শুনে না !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,



সুন্দর লিখেছেন ।
সব মানুষের মনের গোপনে একটা আত্মচিৎকার মনে হয় দিবানিশি বেজেই যায় !

এই যে আপনার এই লেখাটি, পড়তে পড়তে কারো কি একবার, এই অসময়ে মন খারাপ হয়ে যাবে ??????????

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

হৃদছায়া বলেছেন: আহা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.