নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একরকম অন্যরকম

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

বন্ধু গেছে জাপানে পড়তে তাকে বলা হলো নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে তাতে পড়াশোনা এবং পরীক্ষা'র সময় কাজে আসবে
.
তো এক বছর শেষে
.
পরীক্ষার রেজাল্ট বের হলো ! সবাই পাশ কিন্তু বাংলাদেশী বন্ধু ফেইল করেছে ! স্যার এসে তাকে কিছু না বলে তার বন্ধুদের জিজ্ঞেস করলো, ' তোমরা কি বাংলাদেশী ছেলেটিকে যথাযথ সাহায্য করোনি ?'
.
বাংলাদেশী এবার দাঁড়িয়ে বললো, 'স্যার ওদের দোষ দিয়ে লাভ নেই ওদের নাম আর চেহারা মুখস্ত করতে করতে আমার এক বছর কেটে গেছে !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিপদে পড়ে একটি চাকমা মেয়ে থেকে পনের টাকা রিক্সা ভাড়া নিয়েছিলাম ৷ পরের দিন ফেরত দিতে গিয়ে দেখি সে হতবাক ! কখন ধার দিলো তা ভাবছে ! বুঝলাম এই মেয়ে সেই মেয়ে না !
.
মেয়ে এবার উল্টো প্রশ্ন করলো, যে মেয়েটি থেকে ধার নিয়েছিলেন তার চেহারা কেমন ?
.
পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন ছিলো এটি...... নির্বাক নয়নে সদ্য ক্রাশ খাওয়া ছেলের মতো তাকিয়ে ছিলাম ৷ মেয়েটি ভেবেছিলো প্রেমে পড়েছি কিন্তু না তার চেহারা মুখস্ত করছি ! পরের বার যেনো আর ভুল না হয় সেই জন্যে
.
বাসার পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বশান্তি প্যাগোডা হওয়ায় প্রায় সময় ওখানে ঘুরতে যেতাম ! একজন নতুন বন্ধু হলো ! ওসাছিং তিলকরত্ন প্রিয়তম নাম !
.
প্রথম দিন,
নাম কি ভাই ? 'ওসাছিং তিলকতম প্রিয়রত্ন ৷'
.
দ্বিতীয় দিন,
ওয়াসিম না আপনার নাম ?
.
তৃতীয় দিন,
কিছু না মনে করলে নামটি আবার বলবেন ?
.
এক বছর পর,
ভাই আপনার নামটা হঠাৎ ভুলে গেছি একটু লিখে দিবেন ?
.
দুই বছর পর,
ঐ মেয়েটা আপনার পুরো নাম জানতে চাইছে একটু বলবেন প্লিজ ?
.
আট বছর পর,
নামটা কি 'ওসাছিং তিলকপ্রিয় প্রিয়তম' না 'ওসাছিং প্রিয়তম তিলকরত্ন' ছিলো কনফিউজড ! লেখা শেষ করে ফোন করবো !
.
কেডিএস এক্সেসোরিজের প্যাকেজিং হেড 'মিঃ পারাকরামা' না 'মিঃ পাকরারামা' না 'মিঃ প্রাকরামা' তা চিন্তা করে এক বছর কাটিয়ে দিয়েছি ! যদি প্রমোশনের সময় তার নামের স্পেলিং জিজ্ঞেস করে তাহলে আমি শেষ !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: বা! নামের খেলায় হতভম্ব বেশ মজাদার ;) |-)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: নাম নিয়ে যত সমস্যা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.