নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নামের একটা বিপরীত প্রভাব আছে যেমন আবদুর রব শরীফ অর্থ আল্লাহর ভদ্র বান্দা কিন্তু সেই ছোটবেলা থেকে শুনে আসছি আমি উল্টোটা ! নামের সাথে নাকি কামের মিল নাই !
.
২০১২ সালে যখন আমার ছেলে জন্মলাভ করে তখন বেশ বিপদে পড়েছিলাম ভেবে কি নাম রাখবো ?
.
আপনার ভাবীকে আমি একটি নাম সাজেস্ট করে দিয়েছিলাম 'পচা ইবনে চান্দু' এমন, সে তারপর ছেলেকে নিয়ে বাপের বাড়ি গিয়ে চলে গিয়েছিলো সেই বছর আর আসে নি
.
বুঝালাম আলমের এক নম্বর পচা সাবানের জয়জয়কারের কথা ! কাজ হয়নি !
.
নামের বিপরীত ক্রিয়া থেকে বাঁচার জন্য নিজেও গুন্ডা টাইপের একটি নাম বেছে নিলাম 'চান্দু' শুনলে মনে হয় নব্বই দশকের জনপ্রিয় চরিত্র বাকের ভাইয়ের মতো হাতে চরকি ঘুরাচ্ছি খাচ্ছি দাচ্ছি কিলাচ্ছি
.
তারপর কি অদ্ভুত পরিবর্তন ! বউ ফোন দিয়ে বলে, তুমি নাকি আমার বন্ধবীকে দেখে নিচের দিকে তাকিয়ে ছিলে ? একবার বলতে চাইছিলাম, ঠিক নিচ হবে না আরেকটু উপরে ! বলতে যাবো এমন সময় সে বলে উঠলো, মাশাল্লাহ শরীফ ! মাটির দিকে এভাবে সারাজীবন তাকিয়ে চলবে !
.
ওহ নো ! শরীফ না চান্দু ! শরীফ অর্থ তো ভদ্র কিন্তু........বলার আগেই টুট টুট করে 'আবার চান্দু !' বলে লাইন কেটে দিলো
.
ক্রিকেটার রাহুল দ্রাবিড় যখন ফর্মে তুঙ্গে ছিলেন তখন তার নাম একটি কৌতুক প্রচলিত ছিলো,
শিক্ষক জিজ্ঞেস করলেন ছাত্রকে জিজ্ঞেস করলেন বিশ্বের তিনটে বিখ্যাত প্রাচীরের নাম বলো। ছাত্রের চটপট জবাব- চীনের প্রাচীর, বার্লিন প্রাচীর আর রাহুল দ্রাবিড়।
.
তিনি আমাদের সৌম্য সরকার যখন ফর্মে তুঙ্গে ছিলেন তখনও তার নাম নিয়ে একটি কৌতুক প্রচলিত ছিলো, 'খালেদা না হাসিনা না অনলি সৌম্য সরকার ইজ রিয়েল !'
.
বংশের নাম নিয়ে তো কিছু মানুষের গৌরবের শেষ নেই ! নাক সিঁটকিয়ে মেথর বংশ বলে গালি দেয় ! অহংকারে সীমা নেই ! শুনেছি অহংকারীরা ভূমিকম্প টের পাইনা ! কারণ অহংকারে তাদের পা মাটিতেই পরে না !
.
আমার মতো যদি নামের সাথে কামের মিল না থাকে সে নাম দিয়ে করবেন টা কি শুনি ?
.
মানুষ বেশী বিশ্বাস করতো বলে হযরত মোহাম্মদ (সঃ) কে আলামীন ডাকতো মানে বিশ্বাসী কিন্তু পাশের বাড়ির আলামীন নামক একটি ছেলে দুই দিনের কথা বলে তিন হাজার টাকা ধার নিছে এখন তিন বছর হয়ে গেলো !
.
সন্দ্বীপের একটি প্রবাদ আছে, ঘরে ভাত নেই পোলার নাম 'বাক্স আলী'
.
নাম সেটাই যা আমরা অর্জন করে নিয়েছি ওটা না যে নামে আমাদের ডাকা হয় !
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা সত্য যে, নামের প্রভাব ব্যাক্তিত্বকে প্রভাবিত করে।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০
কালীদাস বলেছেন: কিছুদূর ঘাটালাম আপনার পুরান পোস্টগুলো। ডিসেম্বর থেকে এপর্যন্ত কারও কোন কমেন্টের রিপ্লাই নেই, হয়ত আরও আগে থেকেই। ব্লগ আর ফেসবুকের পার্থক্য না বুঝলে যা হয় আরকি সেলিব্রেটিদের
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২১
সুমন কর বলেছেন: সকাল বেলাই একটা দারুণ মজার পোস্ট পড়ে ব্লগিং শুরু হলো। +।