নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সিঁদ কেটে কম্বল চুরি করা চোরগুলো কিউট ছিলো ! এই শীতে একটি কম্বল ছাড়া কিচ্ছু নিতো না !
.
ভাত চুরি করা চোরগুলো শুনিছে প্লেট ধৌত করে দিয়ে যেতো গৃহিনীর কষ্ট হবে ভেবে !
.
শুনেছি আমার সন্দ্বীপে একবার নতুন লুঙ্গি পড়ে ঘুমিয়েছিলো এক চাচা সেখান থেকে আস্তে আস্তে কৌশলে টেনে টেনে সেই লুঙ্গি নিয়ে ভোঁ দৌড় চোরাইয়ার ! চাচার টের পেয়েও কিছু করার ছিলো না ! ইজ্জত নিয়ে টানাটানি
.
কে শার্ট চুরি করেছে, কে সেন্টু গেঞ্জি, কে আন্ডার আর্মার চুরি করছে সব চোখ বন্ধ করে সকালে উঠে সবাই বলে দিতে পারতো
.
কিন্তু রাতের আধারে নিয়ে গেছে বলে জিনিসটি তার !
.
পরের দিন মসজিদের প্রথম কাতারে চোরাইয়াকে বসে থাকতে দেখা যেতো ! অভাবে স্বভাব নষ্ট হলেও মানুষটা ছিলো উপকারী ! বিপদে আপদে ডাক দিলে সে সবার আগে এসে পৌঁছাতো !
.
সারা রাত আম তলা নিম তলায় বসে বাঁশি বাজিয়ে মন চুরি করতো কেউ কেউ ! সকালে উঠে সখিনা কোন এক পিচ্ছিকে ডেকে জিজ্ঞেস করবে বলে, কে রে এতো ঢং করে বাঁশিতে সুর তুলেছে ?
.
রাতে ঝিঁ ঝিঁ পোকারা খেলা করতো ! বিদ্যুত ছিলো না ! ভূত এফ এম শুনে ভয় লাগাতে হতো না এমনি ভয় ভয় লাগতো !
.
আজও রাত ! হাজার বছরের পুরনো রাত ! কোন থ্রিলিংস নেই ! অনুভূতি নেই !
.
কোন কিছুতে কিউটনেস নাই ! ভোঁতা হয়ে জেগে আছি !
.
সবকিছুর মধ্যে এখন কেবল যান্ত্রিকতা ! প্রকৃতিতে পরিবর্তনের ছোঁয়া !
.
রূপকথার সেই দৈত্যটা এখন আর আসেনা ! সে বিদ্যুতের শকড খেয়ে মারা গেছে !
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৯
একজন সত্যিকার হিমু বলেছেন: ভাল লাগলো আর খানিকটা স্মৃতিকাঁতর হয়ে গেলাম ।
এই অংশটা পড়ে হাসি আসছে খুব-শুনেছি আমার সন্দ্বীপে একবার নতুন লুঙ্গি পড়ে ঘুমিয়েছিলো এক চাচা সেখান থেকে আস্তে আস্তে কৌশলে টেনে টেনে সেই লুঙ্গি নিয়ে ভোঁ দৌড় চোরাইয়ার ! চাচার টের পেয়েও কিছু করার ছিলো না ! ইজ্জত নিয়ে টানাটানি
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২০
চাঁদগাজী বলেছেন:
এখন কোথায়, সন্দ্বীপে?