নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পাইলট থেকে বাস ড্রাইভার !

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

আগ্রাবাদ থেকে একটা মেয়ে উঠলো দশ নাম্বার বাসে, দেখে মনে হলো জীবনের দেখা সেরা সুন্দরী মেয়ে ! ক্রাশ !
.
তারপর আরো একটি মেয়ে উঠলো দেওয়ান হাট থেকে, দেখে তো টাশকি ! প্রথমটি কে এখন চোখেই পড়ছে না !
.
অতঃপর দশ মিনিট পর আরো একটি মেয়ে উঠলো জিইসি সার্কেল থেকে ! সেইটা তো পুরাই প্রিন্সেস ! এখন আগের দুটোকে ক্ষেত মনে হচ্ছে ! ইট ইজ রিয়েল ক্রাশ !
.
মাত্র দশ টাকা দিয়ে জীবনের সেরা একটি এক্সপেরিয়ান্স !
.
মজার বেপার হলো এর আগে বাসে বসে বসে সিইপিজেড থেকে আগ্রাবাদ পর্যন্ত জ্যামের মধ্যে নিচের লেখাটি লিখছিলাম !
.
"স্বপ্ন ছিলো পাইলট হবো ! প্লেনের ককপিটে তোমাকে পাশে বসাবো !
.
কিন্তু বাসের ড্রাইভার হয়েছি ! এখনো তুমি পাশে বসে আছো ! বসে থাকো !
.
কন্টাকদার চিৎকার দিয়ে উঠে ! ওস্তাদ বাঁয়ে চাপেন ডানে প্লাস্টিক ! ইচ্ছে করে বাঁ'য়ে চেপে তোমার উপর পড়ি !
.
এই মুহূর্তে একটি ডার্বি সিগারেট দরকার ! বড্ড বেশী দরকার !
.
ভেবে ভালো লাগছে আজ আমি বাসের ড্রাইভার ৷ প্লেনে ককপিটে সিগারেট টানা যায় না ৷ ধূলোমাখা মলিন মুখ দেখে হয়তো চিনছো না আমি কে !
.
আজও তোমার পছন্দের সাদা শার্ট পড়েছি ! কার্বন মেখে কালো ধূসর হয়ে গেছে জীবনের স্বপ্নের মতো শার্টটিও...
.
আজও তোমাকে পেতে ইচ্ছে করে ! সত্যি ইচ্ছে করে ! কিন্তু আজ তোমাকে পেতে চাওয়া হবে অপরাধ ! তোমার গা'য়ে কালি লাগবে !"
.
আগ্রাবাদ আসার পর লেখার কনসেপ্ট পাল্টে গেছে ! সত্যি আজ খুব বাসের ড্রাইভার হতে ইচ্ছে করছে ! পাইলট তো শুধু আকাশ দেখে আর শূন্যতা !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,



হা...হা.. সবটাই জীবনের টুইষ্ট ।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

অন্য পুরুষ বলেছেন: সুন্দর...... ভালো লাগলো।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো লেখা !

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো লেখা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.