নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইগোবাজি

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

সিইপিজেড ইয়ংওয়ান গার্মেন্টেসে লিফট দিয়ে উঠতে যাবো সাথে মালবাহী ছোট ট্রলি ঠেলে দুটো মেয়ে শ্রমিক লিফটে উঠতে চাচ্ছে !
.
ওখানে দুইজন বিদেশী বায়ার( মে বি) এবং তিনজন ছিলাম ভিতরে ! আমরা দেশী তিনজন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলাম ! ট্রলি ধরলে জাত যাবে এমন ভাব ! কিন্তু বিদেশী দুইজন ট্রলিটি ধরে ভিতরে ঢুকাতে ওদের সাহায্য করছিলো !
.
এমন দৃশ্য আরো দুই একবার দেখেছি !
.
একবার একটি এ গ্রেডের গার্মেন্টসে গেছিলাম নতুন অর্ডার নিয়ে কথা বলতে ! ওখানে বাংলাদেশী মার্চেন্ডাইজার ছিলো চারজন এবং ম্যানেজার মার্চেন্ডাইজার হিসেবে হেড যে ছিলেন উনি শ্রীলঙ্কান !
.
বাংলাদেশীদের ভাব দেখে তো বাঁচি না ! বসতে বলার কার্টেসি পর্যন্ত ওদের নেই এমন ! অথচ ঐ টিমের প্রধান শ্রীলঙ্কান হাই ফ্রেন্ড ! বলে চেয়ার টেনে কথা বলতে শুরু করলো ! কি আমায়িক অঙ্গভঙ্গি !
.
ইংলিশ একটু কম বুঝি বলে অঙ্গভঙ্গি বেশী লক্ষ্য করি
.
সত্যি বলতে কি এসব ইতিহাস বলতে গেলে রাত পোহালে সকাল হয়ে যাবে তবুও গল্প শেষ হবে না
.
আমাদের কিছু থাকুক আর না থাকুক ইগো আছে ! পছন্ড ইগো !
.
উপরের তলার মানুষ তো নিচের তলার মানুষকে পশুর চেয়ে অধম মনে করে !
.
অদ্ভুত ইগোবাজ আমরা....
.
আয়নাবাজির পর যদি কোন ছবি বের হয় যদি তার নাম হয় ইগোবাজি তাতে ছবি হিট হবে গ্রান্টেড !
.
কথায় আছে, ইগো যেখানে আকাশ সমান ভালোবাসা সেখানে বড্ড বেমানান !
.
অক্সফোর্ডসহ বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো শিখানো হয়, আগে নিজের ইগো'র কাছে হারতে শিখো তাহলে তুমি বিশ্বজয় করতে পারবে !
.
তাই একজন প্রফেসর ক্লাশের পর মুচি হতেও লজ্জাবোধ করে না !
.
ইগো ভুলতে পারলে অনেক সম্পর্ক 'ওগো' নামক মধুর হয়ে যেতো !
.
ইগো নিয়ে এক অখ্যাত কবির একটি কবিতা আছে,

ইগো তুমি সর্বনাশা
ধ্বংস কর সকল আশা
ইগো তুমি সর্বনাশা
ধ্বংশ কর ভালবাসা
ইগো তুমি সর্বনাশা
ধ্বংশ কর বাচাঁর আশা
ইগো তুমি সর্বনাশা
ধ্বংশ কর সব ভরসা
ইগো তুমি ধ্বংশলীলা
সাঙ্গ কর মিলন মেলা
ইগো তুমি ধ্বংশলীলা
সুখীকে দাও বিরহ জ্বালা
ইগো তুমি বৈশাখী ঝড়
ধ্বংশ কর সুখের বাসর
ইগো তুমি বৈশাখী ঝড়
ভেঙ্গে ফেল বুকের পাজঁড়
ইগো তুমি চির অসুখী
সুখের ঘরে মার উকিঁ
ইগো তুমি চির অসুখী
সুখী জনে বানাও দুঃখী
ইগো তুমি চির একা
সঙ্গী তোমার শুধু বোকা
ইগো তুমি চির একা
নাই তো কোন সীমা রেখা
ইগো তুমি চির দুঃখী
সঙ্গী তোমার ভূক্ত ভোগী
ইগো তুমি চির দুঃখী
দুর্বলেরাই তোমার রোগী
ইগো তুমি চোরা বালি
শেষ মাথাটা অন্ধ গলি
শান্তি সুখে থাকতে হলে
ইগো কে দাও চড়িয়ে শূলে
.
কি গো ! ইগো কমছে ?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


প্রত্যেকে নতুন কইছু শিখছে, আমরা পেছনের কিছু শেখার চেস্টা করছি।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

সুখী পৃথিবীর পথে বলেছেন: চমৎকারভাবে বিষয়টি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,




দরিদ্র মানসিকতায় ভরা একটা অশিক্ষিত জাতির "ইগো" টাই অলঙ্কার । ওটা গলায় টাইয়ের মতো যে ঝুলেই থাকে ! হায়... !

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

আনন্দ ধারা বলেছেন: চমৎকার লিখেছেন :)

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

প্রশ্নবোধক (?) বলেছেন: অখ্যাত কবিটা কি ব্লগার নিজে নাকি? :P ইগোতেই সব খাইলোরে ভাও..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.