নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গতরাতে স্বপ্নে দেখেছি আমি মুক্তিযুদ্ধ করছি !প্রথমে পাকিস্তানি সৈন্যটির পা'য়ের আঙ্গুল কেটেছি ৷ তারপর ইচ্ছে মতো কিল ঘুষি মেরে বীরত্ব দেখাতে লাগলাম ৷ আরেক পা'য়ে রশি লাগিয়ে টেনে নিয়ে ডাসবিনে ফেলেছি ! আমি নব্য মুক্তিযোদ্ধা ! নিজেকে হিরো হিরো লাগছে ! মজার বেপার হলো তাকে আরেকজন আগেই হত্যা করে রেখে গেছে ৷ বীরত্ব দেখানোর জন্য আমি শুধু সেই কথাটি এড়িয়ে গেছি !
.
লাগ ভেলকি লাগ
.
দেশ আজ নব্য মুক্তিযোদ্ধাদের উত্তাপে ভরপুর ! শত্রুর হাতে গুলি দেখলেই যারা সেন্সলেস হয়ে যায় তারা মুখ দিয়ে দেশ স্বাধীন করে ফেলছে !
.
মেকাপ পড়ে সাঁজুগুঁজু করে বের হওয়া রমনী হুংকার দেয় রাজপথ কাঁপানোর ! সেলুকাস ! সেলুকাস !
.
ছোট বেলায় শোভাকলোণিতে থাকতাম যদিও এখনও থাকি ! তো মাঠকলোণির সাথে খেলা অথবা অন্য কিছু নিয়ে মারামারি করে না পারলে বলতাম আমাগো এলাকায় তোরে পাইলে পা ভেঙ্গে দিতাম !
.
অনেক ছোটকালে সন্দ্বীপে এক ছেলের সাথে মারামারি করে যখন আর পারছি না তখন বলেছিলাম, শালা আজ আব্বা পাশে থাকলে তোর খবর আছিলো ! সে পাল্টা উত্তর দিয়ে বলেছিলো, তোর পাশে আব্বা লাগবে আমার পাশে আমি না থেকে আমার দুধ খাওয়া ছোট ভাইটা থাকলেও সে ও তোকে শায়েস্তা করার জন্য যথেষ্ট !
.
সাহস থাকলে আমাগো এলাকায় আসিস তাইলে বুঝবি আমি কে ? বাঘ ! বাঘ ! বাঘ ! এই কথাটির মানে হলো, আমার সাথে পুলিশ না থাকলে আমি একটি বিড়াল !
.
একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে এখন মঞ্চে বক্তব্য দিলেই দেশ সামাজিক, অর্থনীতিক, সাংস্কৃতিকভাবে স্বাধীন হয়ে যায় !
.
এই প্রসঙ্গে উইল রজার্স বলেছিলেন, 'মুখের কথায় স্বাধীনতা যত সহজলভ্য বাস্তবে কখনোই ততটা নয় ৷'
.
এতো সোজা !
.
নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, 'আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিবো !'
.
বঙ্গবন্ধু বলেছিলেন, 'রক্ত যখন দিয়েছি রক্ত আরে দিবো.......!'
.
নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, 'একজন প্রকৃত এবং আদর্শ নেতাকে অবশ্যই নিজ জাতির জন্য সকল প্রকারের স্বাধীনতার নিশ্চিত করতে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।'
.
কোন কিছু অর্জন করতে হলে সংগ্রাম ত্যাগ মেধা উদ্যম পরিশ্রম একাগ্রতা থাকতে হয় !
.
সোজা কথা লাল সূর্যটা কে চিনিয়ে আনতে হয়......তারপর সবুজ একটি দেশ পাওয়া যায় !
.
পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে,
-কেউ বলে
আর
-কেউ করে দেখায়
.
আর কেউ আমার বাবা করছে সুতরাং সেই সূত্রে আমিও করছি অথবা গরু ঘাস খায় আমরা গরু খায় সুতরাং আমিও ঘাস খায় ! প্রকৃতি পক্ষে আমিও নিরামিষভোজী হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই !
.
আমাদের এলাকায় আসিস দেখবি আমি কে ? আজ যদি আমার বাবা পাশে থাকতো কিলাইয়া তোর........!
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
শোনেন, মুক্তিযোদ্ধা শব্দটি বাংলাদেশে এক জেনারেশনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুভুতি; এটাকে ব্যব হার করার আগে একটু ভাববেন, এটার সঠিক ব্যবহার করার মতো মনন আপনার আছে কিনা? সবকিছু নিয়ে লেগে যাওয়া বেকুবী।
-আপনার লেখায় দরকারী কোন ভাবনা আমার চোখে পড়েনি