নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গত বছর জানুয়ারির এই দিনে তাকে ঘরে তুলেছিলাম ! সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম ৷ রাত্রি হলে অবসর সময়ে উল্টিয়ে দেখতাম ৷ বিশেষ দিনগুলো মনে রাখার জন্য কলঙ্কিত করে রাখতাম !
.
মনে পড়ে সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাসায় ছিলাম না ! ঘরে ঢুকে দেখি কে যেন তাকে উল্টিয়ে রেখেছে !
.
মন মেজাজ দুটোই খারাপ হলো ! জানু আগের জায়গায় নেই ! কোন সে জানোয়ার কাজটি করলো জানলে এসপার ওসপার করে দিতাম
.
এভাবে করে উল্টে পাল্টে দিন চলছিলো ! ছুটির দিনগুলো খুঁজে বের হতাম ৷ ফেব্রুয়ারিতে কেডিএস এক্সেসোরিজে নতুন চাকরি হলো ! পকেটে কিছু চকচকে নোট এলো ! তাকে আর ঘরে রাখবো না বলে তাড়িয়ে দিলাম
.
ঠিক সে জায়গা দখল করে আছে সাদা রংয়ের অন্য কেউ ! চাইলে কেউ এখন উল্টাতে পারে না ! জানু শেষ তো ছিঁড়ে ছুড়ে ফেলতে হয়
.
এভাবে চলছিলো আমাদের পথ চলা
.
ফেব্রু, মার্চ, এপ্রিল, মে, জুন করে দশ মাস দশ দিন শেষ হলো ! ছোট একটি ক্যালেন্ডার কিনে তার পাশে রেখেছিলাম ৷ তারও তো দিন মাস হিসেবের প্রয়োজন আছে নাকি ?
.
জানি সে হিসেব কষতে পারে না
.
জীবনের এতো ম্যার প্যাঁচ বুঝে না ৷ সে শুধু নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যায় ৷
.
একটি একটি দিন করে এভাবে ৩৬৫ দিন শেষ হয়ে গেলো ৷ আমার কাছে তার এখন আর মূল্য নেই ! সেদিন অফিস থেকে কেডিএসের নতুন ক্যালেন্ডার দিলো আমি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার জায়গায় নতুন ক্যালেন্ডারটি বসালাম ৷
.
বিদায় হে ২০১৬ তার সাথে স্বাগতম ২০১৭..... আর কিছু দিন পর তুমাকেও ডাসবিনে নিক্ষেপ করবো ৷ দিন শেষে তুমি হবে প্রয়োজনহীন আবর্জনা !
©somewhere in net ltd.