নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মেইড ইন নোয়াখালি

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে প্রায় সবার বাথরুমের বদনা চুরি হয়ে গেছিলো ! মেক্সিমাম বাথরুম তখন ঘরের সাথে সংযুক্ত ছিলো না !
.
আশেপাশে বদনার দোকানও নেই ! কেউ জগ কেউ বোতল কেউ হাতের কোষ ব্যবহার করে বেশ বিপাকে মনে মনে চোরের গোষ্ঠি উদ্ধার করে ক্ষান্ত হতে বাধ্য হলো
.
সেদিন ই বুঝেছি যে ভদ্রলোক সর্ব প্রথম বদনা'র আর্ট করেছে সে নিজেকে বিখ্যাত আর্টিস্ট দাবী করলে দোষের কিছু নেই !
.
সামান্য বদনা না থাকলে জীবন বেদনা'য় ভরপুর হয়ে যেতে পারে এই উপলব্ধি আমার তখন হয়েছিলো
.
ঘটনাটি হাস্যকর ! যে যার মতো মজা নিচ্ছিলো
.
কিন্তু এক নোয়াখালির ফেরিওয়ালা সেই তথ্য কার না কার থেকে শুনেছিলো
.
শুনেই সে বিশ্ববিদ্যালয় থেকে দুই তিন মাইল দূরে হাটহাজারীতে চলে গেলো ! সেখানে দোকানের যত বদনা ছিলো সব কিনে নিয়ে আসলো !
.
কি মহা বিপাক ! সুতরাং কেউ কেউ হাটহাজারীতে গিয়ে বদনা না পেয়ে ফিরে চলে আসলো !
.
দুপুর পেরিয়ে গেলো চারদিকে বদনা ! বদনা ! হাহাকার পড়ে গেলো ! বদনার চাহিদা বেড়ে তখন তুঙ্গে !
.
অর্থনীতির ছাত্র হয়ে জানতাম, দাম বাড়লে চাহিদা কমে ! দাম কমলে চাহিদা বাড়ে ! কিন্তু সেদিন ৫০ টাকার বদনার দাম ১০০ টাকা হাঁকলেও চাহিদা ১০০ একক থেকে বেড়ে ২০০ একক হয়ে গেছে !
.
নোয়াখালির সেই লোকটি তারপর ব্যান গাড়িতে করে সব বদনা নিয়ে হাজির ! দ্বিগুণ তিনগুণ দামে সেগুলো আধাঘন্টার মধ্যে বিক্রী করে চলে গেলো ! তার মার্কেটিং পলিসির কাছে বিবিএ এমবিএ ফেইল !
.
এখনো একটি প্রশ্নের উত্তর পাইনা ! বদনাগুলো চুরি করছে কে ? সে কৃত্রিম সংকট তৈরী করে লাভের উপর লাভ করেনি তো !
.
এটাকে বলে নোয়াখাইল্লা বুদ্ধি !

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১

Rahim Talukder বলেছেন: দারুনতো

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪

বুক ওয়ার্ম বলেছেন: হেহে, মজা পাইছি

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারো পৌষ মাস...

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই নোয়াখাইলাদের বাশ দিলেন ক্যান?


অাপনার কি কোন পূর্ব শত্রুতা অাছে!!!

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪১

অভি চৌধুরী বলেছেন: এর সাথে সিমিলার একটা ঘটনা ঘটে কিছুদিন আগে আমাদের গ্রামের বাড়িতে, চাচার মুখে শোনা কথা,এবং সত্য, এক টাকা পিতলের যেই কয়েনটা আমাদের হয় সেটা কোন এক ব্যাক্তি কিছু টাকা বাড়িয়ে দিয়ে বাজার থেকে সরিয়ে নেয়, এবং সেই ঘোষনা দেয় যে এই কয়েন সে দুইটাকা দিয়ে কিনে নিবে, এই খবর শোনা মাত্র সবাই এই পিতলের এক টাকার কয়েন এক টাকা পঞ্চাশ পয়শা দিয়ে কেনা শুরু করে দুই টাকা বিক্রি করে, আবার ঘোষণা আসে এই কয়েন ৫ টাকা দিয়ে কিনে নিবে কোন এক ব্যাক্তি, শুরু হয়ে যায় এক টাকার কয়েন ৩ টাকা দিয়ে কেনা, যেই ব্যাক্তি আড়াল থেকে এসব করছে সেই আবার সেটা ৩ টাকা দিয়ে বিক্রি করে সরে যায়। মানুষ এক টাকার কয়েন ৩ টাকা দিয়ে কিনে আর সেই ব্যাক্তিকে পায়না যে ৫ টাকা দিয়ে কিনে নিবে বলে ঘোষণা দিয়েছে,

দারুন ব্যবসা

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০

রাকিবুল হাসনাত মুগ্‌ধ বলেছেন: নোয়াখাইল্‌লার ইতরামি বুঝা কঠিন

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০

আশফাক ওশান বলেছেন: হাঃ হাঃ।মজা পাইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.