নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্লেটোনিক প্রেম

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

একদিন সামান্য কল ওয়েটিং পেয়ে যে লোকটি আপনার সাথে পাগলের মতো ব্যবহার দিয়ে আপনার কাছে বেয়াদব ত্যাঁড়া সন্দেহবাজ হিসেবে পরিচিত লাভ করেছিলো সে ও একদিন পাল্টে যাবে, আপনার বিয়ের খবর শুনেও সে দূর বাল চাল সংবাদ বলে পাশ কাটিয়ে যাবে !
.
অতীতের কথা মনে করে নিজেকে নিজে পাগল বলে মিটিমিটি হাসবে
.
বেপারগুলো একদিন ছোট বেলার কুতকুত আর পুতুল খেলার মতো মনে হবে !
.
মস্তিষ্কে আলমন্ড বাদামের আকৃতির আবেগ নিয়ন্ত্রণকারী ছোট অংশটি একদিন অনেক শাক্তিশালী হয়ে যায় !
.
যৌন উদ্দীপক ডোপামাইন হরমোনের ক্ষরণও একদিন সেই মানুষটিকে দেখলে উল্টো বেড়ে যায় !
.
সেরেব্রাল কর্টেক্স অংশটি যৌন চিন্তার উদ্রেক ঘটাবে না
.
আবার উল্টোও হয়.....
.
১৯৪৫ সালে হিটলারের শেষ ভরসা স্তেইনের সেনাবাহিনী যখন বিদ্ধস্ত হয় তখন সে তার ভালবাসার স্ত্রী ইভা ব্রাউনকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলো এবং বলেছিলো প্রিয়তম তুমি পালিয়ে যাও কিন্তু ইভা পালিয়ে যায়নি ! হিটলারের সাথে ৩০শে এপ্রিল আত্মহত্যা করেন
.
অথচ হিটলার তার জীবদ্দশায় গর্ব করে বলেছিলেন, 'আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধ
করার পরামর্শ দিচ্ছি কারণ যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসায় না পারবে বাঁচতে না পারবে মরতে ৷'
.
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 'মদ খা, গাঁজা খা, পারলে একটা
সিগারেটও খা, তবুও ভাই
প্রেম করিস না! কলিজা পচে
যাক, তবু মন টা ভাল থাক'
.
অথচ রবী ঠাকুরের প্রেমে মত্ত থাকা কাদম্বরী রবীন্দ্রনাথের বিয়ে মেনে নিতে না পেরে অভিমানে আত্মহত্যা করেন !
.
প্লেটো বলেছিলেন, 'প্রেম হল মানসিক ব্যাধি !'
.
অথচ পরবর্তিতে তাকে নিয়েই 'প্লেটোনিক প্রেমে'র আবিষ্কারক হিসেবে তুমুল বিতর্ক শুরু হয়
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত এক যুগ ধরে ডজন খানেক প্রেম ভালবাসা বিদ্বেষী দেখেছি তারা আজ আমার আগেই বিয়ে করে সংসার করছে !
.
সমঅধিকার এবং পুরুষের গোষ্ঠি ধরে গালি দেওয়া মেয়েটিও আজ স্বামীর সংসার করছে !
.
কেউ যখন বলে, শরীফ ভাই নারী জাতি চলনাময়ী ! তখনো হাসি ! আবার দুই দিন পর এসে যদি বলে, নারী জাতি মমতাময়ী ! তবুও হাসি ! কিচ্ছু কমু না !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: চমৎকার লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.