নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বাংলাদেশের আর দার্জিলিংয়ের চা'য়ের পার্থক্য হলো আমাদের চা'য়ের রং ভালো হয় আর দার্জিলিংয়ের চা'য়ের ঘ্রাণ ভালো হয়
.
সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে চা বাগান তত সেই চায়ের সুঘ্রাণ ভালো হবে এই জন্য হয়তো ভারতের লোকেরা সবচেয়ে বেশী চা পান করে
.
পাকিস্তানের এর এক চা-ওয়ালার নাম আরশাদ খান তার ছিলো নীল চোখ কোন এক ফটোগ্রাফার তার এটি ছবি তুলে ফেসবুকে আপলোড করার পর ছবিটি ভাইরাল হয়ে যায় ! ব্রিটিশ পত্রিকা ইস্টার্ণ আইয়ের বিচারে সে হয়ে গেলো এশিয়ার ২০১৬ সালের সেক্সিয়েট পুরুষ ! তার ছবি 'কবীর' মুক্তির অপেক্ষায়
.
'চা-ওয়ালা' থেকে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন পন্নিরসেলবম
.
চা ওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী সে কথা তো সবাই জানে
.
চা নিয়ে রসিকতার অন্ত নেই ! একবার চান্দু গেছে রং চা খেতে তো চা পান করে দোকানদারকে পাঁচ টাকা দিলো ! দোকানদার বললো ভাংতি নেই ! এই নেন এক টাকার চকলেট ! চান্দু বললো চকলেট নিমু না এক টাকার দুধ দেন খেয়ে গড়াগড়ি করে দুধ চা বানিয়ে নিই
.
'ডা হং পাও (Da Hong Pao) চীনের উয়িশান অঞ্চলের উয়ি পর্বতে জন্মে এই চা গাছ সেটা বড় কথা না সেই গাছের এক কাপ চায়ের দাম পড়ে আট লক্ষ টাকা
.
মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট টিমের মালিক নীতা অম্বানী সকালে যে এক কাপ চা তার দাম তিন লক্ষ টাকা
.
আরো অবাক হওয়ার বিষয় বিশ্বের সবচেয়ে দামী চা পাতা যার মূল্য স্বর্ণের ৩০ গুন বেশী
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় বন্ধুদের একজন ইউসুফ জুয়েল তাকে আমরা চা জুয়েল নাম দিয়েছি কারণ তাকে এক চা খাওয়ালে সে সবচেয়ে বেশী খুশি হয়
.
স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের ছোট ভাই জাবেদ সে ও চা পাগলা
.
তবে আরেক চা পাগল দেখেছি বারী ভাইকে যে প্রতি ঘন্টায় দু তিনটা করে চা খেতো
.
এভাবে খুঁজতে থাকলে চা পাগলদের মেলা বসে যাবে
.
চা নিয়ে এতো প্যাঁচাল করা আমার উদ্দেশ্য নয় ! আমি শুধু বলতে চাই বিয়ের পর আমার বউয়ের হাতের মধু মাখা এক কাপ চা সব ইতিহাসকে হার মানিয়ে অন্তত আমার কাছে সবচেয়ে দাবী চা হবে ! তুমি কি আমার চা-ওয়ালী হবে ?
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার গ্রামে এক চা-পরিবার আছে। যাদের ৩ পুরুষ চা বিক্রেতা। সবচেয়ে অবাক বিষয় হল এই পরিবারের (হাকিম কাকার চায়ের দোকান) বিরুদ্ধে কেউ কোন দিন, কোন ধরনের অভিযোগ করতে পারিনি।