নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতি বইয়ে প্রায় পনেরটি চাপ্টার থাকলেও বইটি আমার কাছে মূলতো জনপ্রিয় 'শুয়োরের বাচ্চাদের অর্থনীতি' নামক একটি অধ্যায়ের জন্য !
.
এক শ্রেণীর লোক আছে ঘুষ খেয়েও কাজ করে না মূলতো তাদের কটাক্ষ করে লেখা অধ্যায়টি......!
.
শুয়োর এমন একটি জীব যেটি চিকিৎসকদের মতে ৭০ প্রকার রোগের কারণ তার চেয়ে বড় ব্যাপার তারা চরিত্রহীন ! নিজের স্ত্রীদের অন্য পুরুষকে দিয়ে ধর্ষণ করায় ! পৃথিবীর নোংরা প্রাণীর মধ্যে প্রথম সারিতে এদের অবস্থান !
.
বল, আমার নিকট যে ওহী পাঠানো হয়, তাতে আমি আহারকারীর উপর কোনো হারাম পাই না, যা সে আহার করে। তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শূকরের গোশ্ত হয়; কারণ, নিশ্চয় তা অপবিত্র।)[সূরা : আল আনআম/১৪৫]
.
অর্থনীতির শেষ বেঞ্চের ছাত্র আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর অর্থনীতি নিয়ে আমার আগ্রহ বেড়ে যায় ! অথচ এর আগে আমি কখনো অর্থনীতিকে পরীক্ষা পাশের হাতিয়ার কিংবা সার্টিফিকেট পাওয়ার মাধ্যম ছাড়া কিছুই ভাবি নি !
.
একবার বিবিএ পড়ে এমন এক ভাইকে বলেছিলাম, ভাইজান একটা নতুন মোবাইল কিনবো ! তিনি চোখ লাল করে বলেছিলেন ! অর্থনীতির ছাত্ররা কিপটে হয় ! দেখবে নতুন মোবাইল কিনতে পারবে না কখনো !
.
সত্যি বলতে কি আমি এখনো জীবনে নতুন মোবাইল কিনতে পারি নি ! সেকেন্ড হ্যান্ড কিনি ! কারণ বিশ হাজার টাকার মোবাইল তিন মাস পর দশ হাজার টাকায় পাওয়া গেলে কোন পাগলে নতুন মোবাইল কিনবে ?
.
অর্থনীতি প্রথমে শিখিয়ে দেয় তোমার কলম এবং চশমা দুটোই দরকার তুমি কোনটি কিনবে তা কোনটি বেশী প্রয়োজনের উপর নির্ভর করবে !
.
কারণ সম্পদ সীমিত !
.
তো এখন চিন্তা করেছি বিয়ে করবো ! সেদিন সেই বড় ভাইয়ের সাথে দেখা ! ডেকে নিয়ে বললো, একটা সেকেন্ড হ্যান্ড বউ দেখবো ? বাচ্চাও ফ্রি !
.
যাক গে সে কথা !
.
আজ শুধু মাথার মধ্যে শুয়োর ঘুরছে ! কারণ শুয়োরদের আজ জয়জয়কার ! যেদিকে তাকায় সেদিকে দেখি সব শুয়োরের বাচ্চারা মুখোশ পড়ে বসে আছে !
.
মাঝে মাঝে নিজেও চিন্তায় পড়ে যায় ! আমরা কি শুয়োর না মানুষের বাচ্চা ?
২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দোয়া করি ৩G স্টাইলিশ বউ পাও, যাতে বেতনের অধেক টাকা ব্যায় হয় বউর গালে মাখানো আটা ময়দা আর গায়ে মাখা গোলাপজল কিনতে।
জনাব, এ ধরনের কিপ্টাদের বউ থাকে না।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১
প্রামানিক বলেছেন: কিপ্টাদের বউ খরুচে হয় এটা পরীক্ষিত। স্বামী যে চরিত্রের হয় তার উল্টা চরিত্রের বউ কপালে বেশিরভাগ জোটে। এর ব্যতিক্রমও হয় সেটা শতকরা % হার খুব কম।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উপমাটা একদম বাজে লাগলো...
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯
ব্রতশুদ্ধ বলেছেন: আমি পরার্থপরতার অর্থনীতি বইটি পড়েছি। সত্যিই উপমহাদেশীয় অর্থনীতি নিয়ে রচিত আকবর আলী খানের অসাধারণ একটা বই এটি।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি যেটাকে ইউনিভার্সিটি বলছেন, উহা আসলে মাদ্রাসা; আপনি পুনরায় তা প্রমাণ করেছেন।