নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চাকরি

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

আমি এক বছর বেকার ছিলাম ! তখন আমার বন্ধু চাকরি করতো ! আমি তাকে দেখে ভাবতাম সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ! কারণ তখন আমার চাকরি ছিল ক্রাইং নিড !
.
তারপর,
.
আমি চাকরি নিলাম ! বেতন সুযোগ সুবিধা ক্যারিয়ার সবকিছু মিলিয়ে বন্ধুর চাকরি থেকে ডাবল হবে ! কিন্তু এখন নিজেকে খুব অসুখী মনে হচ্ছে !
.
যখন থাকে না তখন আমরা জিনিসের মূল্য দিতে শিখি ! হাতের মুঠোয় আসলে সেটি মূল্যহীন হয়ে পড়ে !
.
চাকরির সুবাধে অনেক বিখ্যাত মানুষদের সাথে দেখা হয় ! এম্ব্রোশিয়া, ওয়েল পার্ক, ফয়েজ লেকে মিটিং হয় ! কাছ থেকে বায়ারদের কর্মযজ্ঞ দেখার সুযোগ হয় !
.
সারাক্ষণ প্যান্টের ভিতর শার্ট গুজে সুটেট বুটেট হয়ে থাকা হয় !
.
আমি ভাঙ্গা ফ্যানের বাতাস সয়ে যাওয়া সেই ছেলেটি এখন এসির ট্যাম্পারেচার নিয়ে নাঁক সিটকায় !
.
বাংলা স্যাঁতসেঁতে বাথরুমে অভ্যস্ত আমি ইংলিশ কমোড থেকে বের হয়ে বলি মাসি এয়ার ফ্রেশনার মারো না কেনো !
.
আমার পড়ার টেবিলের বইগুলোতে এক ইঞ্চি ময়লা জমে থাকে সে আমি ঝকঝকে তকতকে টেবিল ঘষে বলি আরো ভালো করে টেবিল পরিস্কার করতে পারো না !
.
পঞ্চাশ হাত দূরে গিয়ে গ্লাস ধুয়ে পানি এনে খাওয়া ছেলে আমি অফিস সহকারীকে বলি, পানি আনতে এতো দেরী হয় কেনো ! ঠান্ডা গরম ভালোভাবে মিক্স হয়নি ! উফফ !
.
এভাবে কত সহজে কর্পোরেট কালচারে নিজেকে স্মার্ট করে নিয়েছি এক বছরে !
.
আগে টিউশনি বাবার পকেট করে করে চলতাম ! এখন উল্টো বাবাকে শেয়ার করি ! নিজে চলি ! বাসায়ও কদর বেড়ে গেছে !
.
তবুও নিজেকে অসুখী মনে হয় ! সত্যি ! কয় টাকা বেতন ! কি হবে এই অল্প টাকা দিয়ে ! কখন বাড়ি হবে গাড়ি হবে ! মাথার হাজারো চিন্তা দুই দিন আগেও মাথায় ছিলো না !
.
বেকার ছেলেটি আজ চাকরি চাকরি করে মরছে ! কোন রকম বেঁচে থাকবে বলে ! কিন্তু চাকরি পাওয়ার পর ছেলেটি চেইঞ্জ হয়ে যাবে !
.
জীবনানন্দের একটি কথা আছে, পৃথিবীতে নেই কোন বিশুদ্ধ চাকুরি ! আসলেই নেই ! কথাটি সুশান্ত পল তার বক্তব্যের আগে বলে ! সত্যি ঠিক !
.
কত বড় বড় মানুষ ! দেখি লাখ লাখ টাকা বেতন পাই ! হা করে চেয়ে থাকি ! এতো টাকা করে কি !! এদিক ওদিক থেকে পাই ! গাড়ি পাই ! মোবাইল, ল্যাপটপ সবকিছু পাই ! তবুও কত অশান্তি তাদের মধ্যে ! কেউ সন্তুষ্ট না !
.
আমি ভাবি ! ইশ্ ! তাদের মতো যদি এতোকিছু পেতাম ! কিন্তু একদিন তো আমিও ভাবতাম ! ইশ্ ! যদি আমি একটা চাকরি পেতাম ! হয়তো সিনিয়রদের অবস্থানে গেলে আমিও এমন করবো !
.
জীবন অভ্যস্ত হয়ে যায় একদিন ! টংয়ের দোকানে চা খাওয়া ছেলেটি একদিন রিও কফি ছাড়া খেতে পারে না !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


পরিবর্তন প্রকৃতির নিয়ম, আপনার বেলায় বেশী হয়ে যাচ্ছে; তবে, আপনি অসুখীর ভাব দেখাচ্ছেন নাতো?

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১

সায়েম বলেছেন: আমরা আপনার শেষ পরিণতি পর্যন্ত জানতে চাই, আশা করি জানাবেন যাতে আমরা কিছু শিক্ষা নিতে পারি।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথাই বলেছেন।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২

কালীদাস বলেছেন: আপনার জীবনে থ্রিল দরকার। অনটেস্টে দুয়েকজনের পকেট মেরে দেখতে পারেন, সেরকম ফিলিংস। অথবা কোন কিপ্টা লোকের পকেটে এক্সট্রা ১০/২০ টাকা ঢুকিয়ে দেখতে পারেন টেনসনের নমুনা। অথবা তাবলীগে যেতে পারেন। অথবা আরও টেকাটুকা কামাই করার ইচ্ছা থাকলে ছাত্রলীগ/যুবলীগে জয়েন করতে পারেন।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব হলো মানসিক সমস্যা। আপনার অসুখী হওয়ার কারণটা তো বুঝলাম না। আর প্রকৃত মধ্যবিত্তরা একটা ভালো চাকুরি পেলে জীবনটা এগিয়ে নিয়ে যায়। আপনার মত এত আজগুবি চিন্তা করে না...

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: আপনি হ য় ত আট দশ জন ছেলের মত গ্রাম থেকে উঠে এসেছেন। তাই আপনার কল্পণার জগতের সাথে বাস্তবের মিল খাওয়াতে সমস্যা হচ্ছ। আর কয়েক বছর অপেক্ষা করুন দেশ মধ্যম আয়ের হচ্ছে। তখন আপনার কপাল বদ-লাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.