নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সুন্দরীর এক মাথা কালো চুল,
.
তাতে প্রথমে লাল রং করা হয়েছে
লাল রংয়ের উপর ব্রাউন রং করা হয়েছে
ব্রাউনের উপর হালকা সোনালী রং করা হয়েছে
সোনালীর উপর লাল রং করা হয়েছে
লালের উপর বাদামী রং করা হয়েছে
বাদামীর উপর হালকা নীল রং করা হয়েছে
নীলের উপর এবার গোলাপী রং করা হয়েছে
.
এভাবে একটা রংয়ের উপর আরেকটা রং করা চলতেই আছে
.
কারিনাকে লাল চুলে ভালো লেগেছে তো চুলের কালার চেইঞ্জ
.
ক্যাটরিনাকে সোনালী চুলে ভালো লেগেছে তো আবারো চেইঞ্জ
.
আরিনা জরিনা সেলিনা মর্জিনা সানজিদা থেকে শুরু করে যাকে যে চুলে ভালো লেগেছে সে চুলে নিজেকে রাঙ্গাতেই হবে !
.
বেচারা চুল কালো হয়ে জন্মেছিলো ! সে যদি লাল নীল হলুদ বেগুনী হয়েও জন্ম নিতো তাহলেও তার রং পাল্টে যেতো !
.
এতোটুকু পড়ে অনেকেই ভাবছে আমি মেয়েদেরকে পচিয়ে কিছু লিখবো কিন্তু না মেয়েদের আমি ভালবাসি বিশ্বাস করি তারা আমাদের চেয়ে উৎকৃষ্ট প্রাণী
.
আমি বলতে চাচ্ছি এক রং আমাদের বেশী দিন ভালো লাগে না কেনো সেটা পৃথিবীর অন্যতম রহস্য !
.
এবার লাল শার্ট কিনেছি তো আগামীবার দোকানী লাল শার্ট দেখালে, দূর ভাই এই কালার রাখেন ! নীল পড়ার পরও, নীল পড়ছি অন্য কালার দেখান ! মেরুন, সাদা, হলুদ শেষ তো অনেক অনেক দিন পর একদা একটা আমার এমন লাল শার্ট ছিলো বলে কলিজা কেঁপে উঠে দেখলে !
.
এর বাহিরেও কিছু রংয়ের প্রতি আলাদা একটা আকর্ষণ থেকে যায় ! আবার কিছু রংয়ের প্রতি বিকর্ষণও বেড়ে যায় !
.
নীল রংয়ের প্রতি তেমন আমারো দুর্বলতা আছে ! তাই তোমার নাম রেখেছিলাম নীলাঞ্জনা ! নীল রংটা একটু একটু হালকা হয়ে আকাশী রং হয় গেলো ! তার শূন্যে মহাশূন্যে ভাসতে থাকলো ! সেখানে মেঘ জমলো তারপর বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়লো ! তাই পানির কোন আকার নেই ! বেরং ! বড্ড বেরং !
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
আহা রুবন বলেছেন: আমি সারা জীবন তো দুটি রঙ-ই পরছি কৈ খারাপ তো লাগে না।