নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে লেখার প্রাপক নেই

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

তোমাকে নিয়ে কবিতা লিখে সে কবিতার কাগজ মোচড়িয়ে মুঠো করে ডাসবিনে ফেলে দিয়েছি ভেবো না সেখান থেকে তুমি উঠে আবার ফিরে আসলে তোমার কাছ থেকে সুগন্ধ ছড়াবে !
.
শুনেছি কবিরা লুইচ্চা বদমাইশ হয় !
.
তবুও কেউ কেউ কবিতা হওয়ার জন্য কবিদের কাছে আসে !
.
আমি কবি হতে পারিনি বলে তোমাকে ছুঁড়ে ফেলতে পারি ! সেই কবিতা বুকে আগলে রাখতে শিখিনি ! কবিতার মর্ম নেই আমার কাছে !
.
তবুও আমি কবিতা লিখি তোমার সত্তর কেজি ওজনের শরীর কোলে তুলে ডাসবিনে নিক্ষেপ করা আমার পক্ষে সম্ভব হয়না তাই !
.
কেউ একজন রোজ ডাসবিন থেকে কবিতাগুলো তুলে নেয় ! চড়া দামে বিক্রি করে দেয় ! তুমি হয়ে যাও বিক্রিত মাল !
.
চাইলে তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো আমিও ছুঁড়ে না ফেলে বিক্রী করে দিতে পারতাম !
.
কিন্তু,
.
তোমাকে ছুঁড়ে ফেলে দিলেও তুমি বিক্রী হয়ে যাও তা আমি চাইনি ! কারণ তুমি বিক্রী হয়ে গেলে সত্ত্বাধিকার হারায় আমি
.
তুমি পচে যাও ! তুমি গলে যাও ! তুমি নষ্ট হয়ে যাও ! তোমার থেকে দুর্গন্ধ ছড়াক ! তবুও তুমি অন্যের হয়ে যেও না ! আইবুড়ি থেকো !
.
বায়জিদে মোড়ের একটি ডাসবিন থেকে গত শুক্রবার লেখাটি কুড়িয়ে পেয়েছিলাম !
.
পাশে একটি বিয়ের ইনভাইট কার্ড ছিলো ! রংচংঢং মার্কা বিয়ের কার্ডটি দেখে ডাসবিন থেকে লেখাটিসহ কুড়িয়ে নিয়েছিলাম !
.
লেখাটির প্রেরক প্রাপক নেই ! তবে এটা বুঝেছি প্রাপকের ঠিকানা পাল্টে গেছে !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:




জঘন্য মনোভাব, খারাপ মেজাজ, লেখাপড়ার অপচয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.