নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প কার্ড

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সবচেয়ে বেশী সার্চিং করা মানুষটির নাম সানি লিওন যেদিন এই খবরটি পড়েছিলাম সেদিন আমি অবাক হয়নি কারণ তার আগের দিন আমিও সার্চ করেছিলাম তার শাড়ি পড়া ছবি দেখতে
.
কাসাফাদ্দৌজা নোমানের একটি স্ট্যাটাস দেখেছিলাম, ডিয়ার সানি আপু, শাড়ি পড়লে তোমাকে চমৎকার লাগে, মাঝে মাঝে পড়তেই পারেন ! কিউরিসিটিটা ওখান থেকেই ! বেনসন খাওয়ার জন্য পকেটে স্রেফ দশ টাকা ছিলো জীবন এই প্রথম শখ না পুড়িয়ে ইন্টারনেট কিনেছিলাম !
.
আজকে প্রথম আলোতে একটি খবর দেখলাম, " বিশ্বকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকেই ২০১৬ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন"
.
আমি তাতেও অবাক হয়নি ! সবকিছুর একটি শেষ আছে তেমনি দিন শেষে সমালোচিত ব্যক্তি একদিন হয়ে যায় আলোচিত
.
বিশ্বাস করুন আর নাইবা করুন এটি পৃথিবীর কঠিন একটি সূত্র !
.
একশ জন মানুষ এক জায়গায় থুথু নিক্ষেপ করলে সে পোড়া মাটি ও একদিন উর্বর হয়ে যায় তাতে নাম না জানা গাছের আবির্ভাব হয় তেমনি পাথরের উপর শত মানুষ নিয়মিত প্রস্রাব করলেও তাতে শেওলা জন্মে একদিন বড় হয় তেমনি একান্ন শতাংশ খারাপ মানুষ যে দেশে থাকবে সে দেশে খারাপ'রা ক্ষমতাই থাকবে
.
একশজন মানুষ একসাথে হাটলে রাস্তার বুকও কেঁপে উঠে তা হয়ে যায় মিটিং মিছিল !
.
মার্কেটিংয়ে পাবলিক ডিমান্ড বলে একটি কথা আছে ৷ জনগন কি চাই ?
.
বেশীরভাগ জনগন কিন্তু মনে মনে একটা চাই মুখে আরেকটা চাই !
.
একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি,
.
"দোস্ত বিয়ে করবি না ! করছোস তো মরছোস ! মাইয়া জাতি একটা ফালতু জাতি ! কবি বলেছেন, মানুষ দুই প্রকার জীবিত ও বিবাহিত ! একমাত্র প্রাণের দোস্ত বলে তোকে উপদেশগুলো দিচ্ছি আর একটা কথা তোর খালতো বোনটা কেমন আছে ? লাইন করিয়ে দে না ! বিয়ে শাদী তো করতে হবে তাই না ?"

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.