নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গত তিন মাসে দুইটা বন্ধু, একটা ছোট ভাইসহ আমার পরিচিত আটজনের মতো বিয়ে করেছে তাদের সবাইকে আমি একটি প্রশ্ন করেছি, বিয়ে করা কি বেশী দরকার ?
.
তাদের সবাই আমাকে একই উত্তর দিয়েছে, বেশী দরকার কি না জানি না তবে দরকার কিন্তু আগে বেশ ভালো ছিলাম !
.
আগের জীবনে ফিরার অপশন থাকলে ফিরে যাবেন ? সবার ই একই উত্তর ছিলো, অবশ্যই যাবো ৷
.
ইয়ে মানে ঐ অনুভূতিগুলোর জন্য ও তো অন্তত বিয়ে করাটা স্বার্থক বলতেই পারেন !
.
সবার একটাই উত্তর ! একদিন, দুইদিন, তিনদিন তারপর আর এক জিনিস এতোবার ভালো লাগে না !
.
কিন্তু একমাত্র আমার পরিচিত এক হুজুর বলেছে বিয়ে করে ভালো আছি ৷ অবশ্যই করা দরকার তবে জীবনে একটা ভুল করেছি বিয়েটা আরো আগে না করে !
.
হুজুর মানুষ তাই ঐ বিষয়টির কথা জিঙ্গেস করি নি
.
তবে একটি বিষয় বিয়ে করে অসুখি হওয়ার মূল কারণের মধ্যে খুঁজে পেয়েছি,
-লাখ লাখ টাকা খরচের চাপ
-মেহমানের পর মেহমান
-দাওয়াতের পর দাওয়াত
-এটা ওটা সেটা কিনা
-সীমিত সম্পদ অসীম অভাব
-দুই পরিবার এডজাস্ট হওয়া
-আলোচনা সমালোচনা
তবে সব সমস্যার মূলে অর্থিক অভাব অনটন আর টেনশন !
.
বিয়ে বেপারটাকে মূলতো আমরা জটিল করে ফেলেছি ! অতি আদিখ্যোতা দেখাতে গিয়ে অনুভূতি যে ভোঁতা হয়ে যাচ্ছে তার দিকে খেয়াল নেই !
.
এক ছোট ভাই আমাকে বলেছিলো, আমি শুধু প্রার্থনা করছিলাম বিয়ের অনুষ্ঠানটি যেনো দ্রুতো শেষ হয়ে যায় ! খুব পেইন দিচ্ছিলো বেপারগুলো !
.
যদিও বিয়ের অনুষ্ঠানিকতাকে দাম্পত্য জীবনের ট্রেনিং হিসেবে নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ ৷
.
বিয়ে হলো দিল্লীকা লাড্ডুর মতো খাইয়া ও পস্তাবেন না খাইলেও পস্তাবেন !
.
হৈমন্তী গল্পে রবি ঠাকুর লিখেছিলেন, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম ! আসলে এর পরে ও কথা থাকে ! আমি ইহাকে পাইয়া বাকী সবাই কে হারালাম ! আপসোস !
.
মূল কথা দাম্পত্য জীবন ভালবাসা বৃদ্ধি করতে না পারলে আপনি দুই ইঞ্চি গর্তে ডুবে মারা যাবেন ! সত্যি মারা যাবেন ৷
©somewhere in net ltd.