নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চেতনা

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬

সন্তানসহ একজন নারী পুরুষকে আগুনে নিক্ষেপ করা হলো ! এমন দশ্যগুলো দেখে হাজারো রোহিঙ্গা বন জঙ্গল নদী পাহাড় ডিঙ্গিয়ে খেয়ে না খেয়ে পাশের দেশের বর্ডারে চলে আসলো
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
আমি আবারো বলছি.......
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
তারপর তারা কি করবে ! কি করছে !
.
হয়তো ফিরিয়ে দেওয়ার আগে কেউ বলছে, মরলে আমরা তোমাদের দেশে শান্তিতে মরবো তবুও নরকে না !
.
এই দৃশ্যগুলো দেখে তখনি কি বোর্ড হাতে নিয়েছিলাম ! কিছু লিখবো বলে ! লিখলে অথবা বললে মন অনেক হালকা লাগে
.
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি নিজে কি একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারতাম না ? পারতাম না ? এক প্লেট ভাত দুইজন মিলে ভাগ করে খেতে ?
.
আমার পোষা কুকুরটি তখন হাড্ডি চিবাচ্ছিল সেই আওয়াজে আমার ভাবনার ব্যঘাত ঘটেছে !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীত বেশী ! টিভিতে বেবী ডল চলছে ! লেপ টেনে টুনে কোন রকম নিজের গা'য়ে টেনে নিলাম ! শুভ হোক রাত্রি ! আমার চেতনা এতটুকুই !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬

বর্ষন হোমস বলেছেন: দেখুন না লেখালেখি করে নিজেও মন থেকে ঝেরে ফেলে দিলেন তাদের কথা

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৭

তিসান বলেছেন: আপনার কুকুরটিও রোহিঙ্গাদের চেয়েও আরামে আছে। তবে একটি কথা। কোন কিছু থেকে পালিয়ে যাওয়া এর সমাধান নয় বরং সেখানে থেকে বিষয়টি সমাধান করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.