নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সন্তানসহ একজন নারী পুরুষকে আগুনে নিক্ষেপ করা হলো ! এমন দশ্যগুলো দেখে হাজারো রোহিঙ্গা বন জঙ্গল নদী পাহাড় ডিঙ্গিয়ে খেয়ে না খেয়ে পাশের দেশের বর্ডারে চলে আসলো
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
আমি আবারো বলছি.......
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
তারপর তারা কি করবে ! কি করছে !
.
হয়তো ফিরিয়ে দেওয়ার আগে কেউ বলছে, মরলে আমরা তোমাদের দেশে শান্তিতে মরবো তবুও নরকে না !
.
এই দৃশ্যগুলো দেখে তখনি কি বোর্ড হাতে নিয়েছিলাম ! কিছু লিখবো বলে ! লিখলে অথবা বললে মন অনেক হালকা লাগে
.
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি নিজে কি একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারতাম না ? পারতাম না ? এক প্লেট ভাত দুইজন মিলে ভাগ করে খেতে ?
.
আমার পোষা কুকুরটি তখন হাড্ডি চিবাচ্ছিল সেই আওয়াজে আমার ভাবনার ব্যঘাত ঘটেছে !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীত বেশী ! টিভিতে বেবী ডল চলছে ! লেপ টেনে টুনে কোন রকম নিজের গা'য়ে টেনে নিলাম ! শুভ হোক রাত্রি ! আমার চেতনা এতটুকুই !
২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৭
তিসান বলেছেন: আপনার কুকুরটিও রোহিঙ্গাদের চেয়েও আরামে আছে। তবে একটি কথা। কোন কিছু থেকে পালিয়ে যাওয়া এর সমাধান নয় বরং সেখানে থেকে বিষয়টি সমাধান করা উচিত।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬
বর্ষন হোমস বলেছেন: দেখুন না লেখালেখি করে নিজেও মন থেকে ঝেরে ফেলে দিলেন তাদের কথা