নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রেমের সাথে রসায়নের অনেক মিল একটু এদিক ওদিক হলে বিষ্পোরণ হয় ! আমাদের ক্যামেস্ট্রি অসধারণ বলে কোন কথা নেই ! একটু ভুলে সমীকরণ বিকিরণ হতে পারে
.
আমার জীবনে এক জোড়া কপোত কপোতি'কে নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম ! তাদের সম্পর্ক কখনো ভাঙ্গবে না !
.
একদিন কথা না হলে তারা দুইজন উফুত করে বালিশে চোখ ভিজাতো ! অদ্ভুত আচরণ করতো ! মাতলামি আতলামি তো আছেই !
.
ভাগ্যের কি পরিহাস ঠুনকো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং দুইজন ই জেদ করে একই দিনে অন্য দুইজনকে বিয়ে করে সুখে আছে !
.
পৃথিবীর ইতিহাসে প্রেম আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই !
.
আমি আরেকটি উক্তি দিবো ?
.
যেখানে প্রেমের শেষ সেখানেই প্রকৃত প্রেমের শুরু
.
আরো ও একটি দিবো ?
.
সব প্রেম ই প্রথম এবং শেষ প্রেম !
.
থাক আর উক্তি দিবো না কারণ চান্দু বলেছে প্রেমে উক্তিতে ও শেষ উক্তি বলে কিছু নেই !
.
রবি ঠাকুর নাকি বলেছে মদ খা গাজা খা তবুও প্রেম করিস না ! তবে এক নেশা খোর আমাকে বলেছিলো, মদ গাজা খাওয়ার উচিলা তৈরী করার জন্য হলেও প্রেম কর !
.
কেমন চলছে আপনাদের ক্যামেস্ট্রি ! সেটি বড় কথা না ! বড় কথা রসায়ন একটি জটিল সাবজেক্ট ! আমি সি+
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
ফাহাদ জুয়েল বলেছেন: