নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রতি মিনিটে দুই টাকা হলে এক ঘন্টায় একশ বিশ টাকা সুতরাং আট ঘন্টায় নয়'শ ষাট টাকা
.
৯৬০ টাকা দৈনিক আয় করলে ২৪ দিনে ২২,০০০ টাকা !
.
এমন বা তার বেশী কম বেতন দিয়ে চাইলে আপনি হাজারো গ্রেজুয়েট কিনতে পারবেন
.
আমরা দুই টাকার মানুষ রে ভাই দাম মাত্র দুই টাকা
.
সকাল ছয়টায় উঠে প্রস্তুতি শুরু তারপর নয়টা থেকে ছয়টা অফিস ! এভাবে চলছে জীবন ! এটা আরামের হিসেব কিন্তু বেরামের হিসেব আরো কঠিন
.
সকাল আটটা থেকে রাত আটটা অফিস করতে হয় অনেককে....বেতন পনের বিশ ত্রিশ চল্লিশ এমনি !
.
এগুলো গ্রেজুয়েটদের গল্প !
.
চার পাঁচ ছয় সাত হাজার দিয়ে শুরু হয় কর্মচারিদের গল্প ! সকাল আটটা থেকে রাত আটটা !
.
ওদের গল্পগুলো অদ্ভুত কঠিন ! একজনকে সেদিন জিজ্ঞেস করছিলাম, ভাই আট হাজার টাকা দিয়ে এই শহরে তিন মেয়েকে নিয়ে কিভাবে চলেন ? সে হা করে তাকিয়ে আছে ! কিছু বলে না !
.
এমন প্রশ্ন আমি অনেককে করেছি ! সবাই হা করে তাকিয়ে থাকে ! কেউ কেউ বলে আল্লাহ চালায়
.
আমরা দুই টাকার মানুষ ! তাহলে ওরা কয় টাকার মানুষ ? শখ করে ওদের বলি পয়সা ওয়ালা
.
এখানে পয়সাওয়ালা থেকে দুই টাকার মানুষ হওয়ার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে এক্সামের পর এক্সাম, ঘুষ, লভিং করে দুই টাকার মানুষ হতে হয়
.
জীবন ততদিনে ত্রিশ ছুঁই ছুঁই ! বিয়ে করতে করতে আরো বছর চারেক ! যৌবনের গান তখন আর থাকে না !
.
এরপর একটি অথবা দুইটি সন্তান ! তাদের লালন পালন করে দুই টাকার মানুষ করতে করতে একদিন চির বিদায় ! জীবন বৃত্তান্তে আর কোন গল্প নেই !
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
নতুন বলেছেন: চাকুরীর গন্ডী না ভাংলে হবেনা।
ব্যবসায়ী কখনোই তার কম`চারীকে লাখ টাকা দেবেনা। সে চেস্টা করবে হাজার টাকায় কাজ করাতে।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১
প্রত্যুশ্যা বলেছেন: এখানে পয়সাওয়ালা থেকে দুই টাকার মানুষ হওয়ার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে এক্সামের পর এক্সাম, ঘুষ, লভিং করে দুই টাকার মানুষ হতে হয়.................................
৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
তারেক বলেছেন: ভাল লিখেছেন।আমি ১.০৪১ টাকার মানুষ
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
এই বৃত্ত ভাংগার কোন কৌশল জানা আছে?