নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করলে শালী ফ্রি, বিয়ে বসলে দেবর ফ্রি !

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৯

রোহিঙ্গীরা চিটাইঙ্গা ভাষায় কথা বলে ৷ মানে চট্টগ্রামের ভাষায় ৷ এক বন্ধু দীর্ঘদিন ধরে চিটাগোনিয়ান মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য কিন্তু খুঁজে পাচ্ছে না ৷
.
চিটাগংয়ের মেয়েরা কিন্তু আবার বরিশালের সিলেটি মেয়েদের মতো অতো সুন্দর না আবার নোয়াখালির মেয়েদের মতো অতো ভালো না তবে কুমিল্লার মেয়েদের চেয়ে ভালো, কুমিল্লার মেয়েরা আবার সন্দ্বীপের মেয়েদের চেয়ে ভালো, সন্দ্বীপের ছেলে হয়ে এটা বলতে পারি
.
কি এমন বিশেষত্ব চিটাংয়ের মেয়েদের ! তাদের বাবা মেয়ে বিয়ে দিলে সাথে বদনা, টয়লেট টিস্যু পেপার এবং কনডম থেকে শুরু করে আলমারি ফ্রিজসহ সবকিছু দেয় ৷ আপনি শুধু বউ নিয়ে রেডিমেইড সংসার করবেন !
.
তো আমিও মেয়ে দেখতে গেলাম ৷ মেয়ের নাম সখিনা বেগম কুতকুতি ৷ বিয়ে করলে শালা হবে তার আগে সে দুলাভাইয়ের সাথে মশকারি শুরু করছে ! আমারে জিগাই ! ও দুলাভাই ! কেনে চলর !' মনে মনে কইলাম, কেনে চলির নো দেখদ্দে ! যদি এই প্রশ্ন বিয়ে পর করতো সুন্দর উত্তর দিতে পারতাম, 'চলিরদ্দে আরি রেডিমেইড সংসারে ! ইভা তো মেইড ইন ভিয়েতনাম সংসার নো ! ইভা মেইড ইন চায়না !'
.
শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, 'বিয়ে করলে শালী ফ্রি অথবা বিয়ে বসলে দেবর ফ্রি !' এই সুযোগ সীমিত সময়ের জন্য ৷ হ্যাঁ ভাই ! অঞ্চলের নাম বলিলে নতুন জামাই লজ্জা পাইবে তাই বলিলাম না ৷
.
কথায় আছে, যে যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় ৷ সম্প্রতি চট্টগ্রামে বিয়ে করে আমার বন্ধু রশিদের একটি উক্তি মনে ধরেছে, ওরা বদনাসহ দিলেও খেতা বালিশসহ ধরে টান দেয় ৷ মেহমান ! মেহমান ! নাতীর ঘরের পুতির পোগ্রাম ! বিশ হাজার টাকার বেতন তিন দিনে শেষ হয়ে যায় !
.
আসলে ওরা খাট দেয় বিয়ের পর বেড়াতে গেলে ঘুমানোর জন্য, টেবিল চেয়ার দেয় বসার জন্য ! বদনা দেয় যাতে মেহমান থাকাকালীন যাতে সমস্যা না হয় ৷ আসলে দূরদৃষ্টসম্পন্ন চালাক জাতি !
.
আমিও চট্টগ্রামের পোলা ! তবে জন্মসূত্রে সন্দ্বীপ !
.
'চিটাংগা পোয়া ! ভেরী ভেরী লোহা !' সদ্য বিবাহিতো ললনার মুখে গানটি একদিন শুনেছিলাম ! জীবন সংসারের আগুনে একদিন লোহাও গলে যায় যদিও
.
প্রথমে বলেছিলাম এক বন্ধু বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে ৷ তারে ইতিহাসগুলো শুনানোর পর বললো তবুও আমি চিটাগংয়ের মেয়ে বিয়ে করুম ! তারে কইলাম রোহিঙ্গারাও তো চিটাংয়ের ভাষায় কথা বলে ৷ হয়তো পূর্ব পুরুষ চিটাগংয়ে থাকতো ৷ তাদের একজনকে বিয়ে করে মুক্তি দে মায়ানমার নামক দোজখ থেকে ৷ সে বললো, আসলে ভাবার বিষয় !
.
তো একদিন দেখবো বন্ধুটি রোহিঙ্গা ভাবী নিয়ে হেঁটে যাচ্ছে, খুশিতে দূর থেকে চিল্লাই বললবো, ও ভাই ! কেনে চলর !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

চিটাংগত তুন মাইয়া পোয়া খুজা ধইজ্জা তুয়ান লাই। অবুক অবুক। ক্যা কিরদ জ্জে?

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

অতিকায় অমাবস্যা বলেছেন: শিরোনামটা ভাল ছিল

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: B-) B-)

৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

নেবুলাস বলেছেন: আমরা সব কিছু নিয়েই তামাশা করতে পারি।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

ইফতি সৌরভ বলেছেন: বড়দা, বাংলা ভাষায় একটু অনুবাদ করে দ্যান যে। আই না বুঝি

৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

মার্ক জুকারবার্গ বলেছেন:
ভাই, আপনাদের দেশে আমার জন্য পাত্রী পাওয়া যাবে কি? B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.