নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এক গ্রামে একশ জন মানুষ বাস করতো তাদের মধ্য থেকে একজন উত্তরের সভাপতি আরেকজন দক্ষিণের সভাপতি অন্য জন পূর্বের পরের জন পশ্চিমের সভাপতি ছিলো ! কিন্তু পাঁচ জন সভাপতি কেন্ডিডেট থাকায় একজনকে মাঝখানের সভাপতি বানানো হলো !
.
পাঁচজন সভাপতির দশজন করে সহ-সভাপতি নির্বাচন করা হলো ৷ এভাবে পঞ্চাশ জন সভাপতি প্যানেলে আর পাঁচজন সেক্রেটারির দশজন করে সহ-সম্পাদক ছিলো ! সেই পঞ্চাশ ছিলো সেক্রেটারি প্যানেল !
.
সেই গ্রামে সবাই নেতা ! কোন সাধারণ কর্মী নেই ! লেগে থাকতো নেতাই নেতাই কোন্দল !
.
একদিন বাহির থেকে চান্দু গেলো সে গ্রামে বেড়াতে ! গ্রামের মাতব্বর কে হবে সেটার নির্বাচন চলছিলো ! তো অভ্যন্তরীণ কোন্দলে কেউ কাউকে মাতব্বরি করতে দিবে না !
.
সিন্ধান্ত নেওয়া হলো সভাপতি এবং সেক্রেটারি প্যানেল মানবে এমন একজন লোককে মাতব্বর ঠিক করা হবে ৷ কিন্তু গ্রামের একশ জন ই কোন না কোন প্যানেলের নেতা ! কেউ কাউকে মানবেই না !
.
এলাকায় নতুন একজনকে দেখে তারা সিন্ধান্ত নিলে জনগুরুত্বপূর্ণ অনেক কাজ এগিয়ে নেওয়ার জন্য এমন একজনকে মাতব্বর ঠিক করতে হবে !
.
এক প্রকার আড়কোলা করে চান্দুকে নিয়ে এসে তারা ভোট দিয়ে মাতব্বর ঠিক করলো ! চারদিকে চান্দু চান্দু রব ! একদিন চান্দু কাউকে না জানিয়ে সে গ্রামটি পাশের গ্রামের কাছে বিক্রী করে উদাও !
.
অনেকদিন পর দেখা গেলো সেই গ্রামেও একই অবস্থা ! সে এখন ভিন্ন লেভাজে আবার ঐ গ্রামে এসে হাজির ! আবারও চান্দু গ্রাম্য মাতব্বর নির্বাচিত হলো ! তারপর আবারও অন্যগ্রামের কাছে গ্রামটি বিক্রি করে উদাও !
.
এভাবে সে একটি বিশাল উপনিবেশের মালিক হয়ে গেলো ! এখন আর কোন সভাপতি সেক্রেটারি নেই ! সবাই চান্দুর উপনিবেশের খেঁটে খাওয়া কর্মী ! রাত দিন তাদের পাছায় চলে স্টিমরোলার !
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, মোরাল কি দাড়াল?