নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সম্প্রতি অহরহ ঘটছে এমন কিছু ঘটনার মধ্যে কাবিন ব্যবসা অন্যতম !
.
ধুম ধারাক্কা পাঁচ লাখ টাকা খরচ করে পনের লাখ টাকা কাবিনে বিয়ে করার দুই দিন পর স্বামীর অত্যাচারের অজুহাত দেখিয়ে মামলা করে মেয়ে অতঃপর কাবিন উসুল করে আবার অন্যত্র বিয়ে বসে গেলো মেয়ে
.
ব্যাপারগুলো উদ্বেগজনক !
.
নারী নির্যাতনের প্রতিকার থাকলেও পুরুষ নির্যাতনের প্রতিকার তেমন পাওয়া যায় না
.
এমন অনেক নারীকে দেখেছি যারা বিয়ের পরও পূর্ব প্রেমিকার সাথে সম্পর্ক রেখে চলে দেদারছে ! বিশেষ করে যাদের স্বামী বিদেশ থাকে তাদের মধ্যে পর পুরুষকে সঙ্গ দেওয়া থেকে শুরু করে গিফট আদান-প্রদানের হার অনেক বেশী
.
এমনও দেখেছি মেয়ের মাষ্টার থেকে শুরু করে গয়নার দোকানের স্মার্ট ছেলেটির প্রেমে হাবুডুবু খাচ্ছে
.
চোখের সামনে তো হাজারো ঘটনা দেখি ! ছোট বাচ্চা কোলে নিয়ে একজন আরেকজনের সাথে দেখা করতে আসে অবলীলায়
.
এক মিনিট নিরবতা সে ছেলেটির জন্য যে এমন ছলনাময়ী কে মায়াবতী মনে করে বছরের পর বছর মাথার ঘাম পা'য়ে ফেলে খেয়ে না খেয়ে উপার্জিত টাকার সিংহ ভাগ খরচ করছে পরিবারের জন্য
.
বিশ্বাস এখন বড়ই দীর্ঘশ্বাস !
.
বলছি না ছেলেরা ধোয়া তুলসি পাতা কারণ এক হাতে তো তালি বাজে না
.
যখন দেখি মহামারী আকারে ছড়িয়ে পড়ছে রোগগুলো তখন খুব খারাপ লাগে ! দেবর ভাবীর স্কান্ডালে যখন ইউটিউব সয়লাব তখন কি বা আর বলার থাকে !
.
তবুও বিশ্বাস নিয়ে টিকে থাকে সংসার ! টিকে থাকে হাজারো ভালবাসা ! কিচ্ছু করাপ নেই ! না দেখে তো কতকিছুই খাচ্ছি ! না হয় একটু ভালবাসাও খেলুম !
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:০২
এ কে এম রেজাউল করিম বলেছেন:
তবুও বিশ্বাস নিয়ে টিকে থাকে সংসার !
টিকে থাকে হাজারো ভালবাসা !
কিচ্ছু করাপ নেই !
না দেখে তো কতকিছুই খাচ্ছি !
না হয় একটু ভালবাসাও খেলুম !
শেষের এই কয়টি লাইন আমার কাছে কবিতার মত মনে হয়েছে।